কলকাতা: সপ্তাহে ৭ দিনই উড়বে দিল্লি-মুম্বই উড়ান (West Bengal Covid Rule)। শুধুমাত্র বেঙ্গালুরু-কলকাতা বিমানে বহাল থাকবে কোভিড কড়াকড়ি। যেহেতু বেঙ্গালুরুর কোভিড পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তাই এখনই কলকাতা-বেঙ্গালুরু বিমান চালু করা হচ্ছে না। চলবে আন্তর্জাতিক বিমানও। তবে আন্তর্জাতিক উড়ানের (International Flight Covid Rule) ক্ষেত্রে যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪ জানুয়ারি, দুদিনের বদলে, সপ্তাহে তিন দিন মুম্বই এবং দিল্লি থেকে বিমান চলাচলের কথা জানায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানানো হয়, প্রতি সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবার দিল্লি এবং মুম্বইয়ের বিমান কলকাতায় নামতে পারবে। সোমবার সেই নির্দেশিকায় পরিবর্তন আনে রাজ্য সরকার।
কলকাতার মতো দিল্লি ও মুম্বইতেও সামান্য করেছে করোনার সংক্রমণ। এরই মাঝে যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সপ্তাহে সাত দিন বিমান অবতরণের অনুমতি দিয়েছে সরকার। যদিও রাজ্যে কোভিড পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন School Reopen: অষ্টম থেকে দ্বাদশ বৃহস্পতিবার স্কুল শুরু, খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়, ঘোষণা মমতার