প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বেশ কিছু দিন যাবৎ তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর ডায়ালিসিস চলছিল। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য সিনেমা হল ‘দূরত্ব’, ‘উত্তরা’, ‘তাহাদের কথা’, ‘কালপুরুষ’, ‘টোপ’, ‘নিম অন্নপূর্ণা’, ‘উড়োজাহাজ’, ‘চরাচর’ প্রভৃতি। এর মধ্যে ‘উত্তরা’ ও ‘তাহাদের কথা সিনেমা’ দুটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বাংলা চলচ্চিত্র ও সাহিত্য জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শ্রী বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে শোকস্তব্ধ। তাঁর কাজ সমাজে ছাপ ফেলেছে। চিত্রপরিচালক ছাড়াও তিনি সাহিত্যিক ও কবি ছিলেন। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন,’বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি ‘তাহাদের কথা’,’বাবাহাদুর’,’উত্তরা’,’চরাচর’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’,’কালপুরুষ’ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
Html code here! Replace this with any non empty text and that's it.