skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeখেলাআজ ভারত-পাক মহাযুদ্ধের মধ্যেই রয়েছে ধুন্ধুমার এই পাঁচ ব্যক্তিগত লড়াই

আজ ভারত-পাক মহাযুদ্ধের মধ্যেই রয়েছে ধুন্ধুমার এই পাঁচ ব্যক্তিগত লড়াই

Follow Us :

ক্যান্ডি: আর কয়েকটা ঘণ্টা, তারপরেই শুরু বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় দ্বৈরথ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপে (Asia Cup 2023) চির-প্রতিদ্বন্দ্বী দুই দেশের কাঁটে কা টক্কর দেখতে মুখিয়ে আছে গোটা দুনিয়া। এই দ্বৈরথের মধ্যেই রয়েছে কিছু ব্যক্তিগত দ্বৈরথ যা নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ভাগ্য। এক নজরে দেখে নেওয়া যাক।

রোহিত শর্মা বনাম শাহিন আফ্রিদি: ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে শাহিনের (Shahin Afridi) ভিতরে ঢুকে আসা বলে এর ভুগেছেন ভারত অধিনায়ক। টি২০ বিশ্বকাপে ওরকম এক বলেই এলবিডব্লু হয়েছিলেন তিনি। ওডিআই-তে এখনও পর্যন্ত রোহিতকে (Rohit Sharma) আউট করতে পারেননি শাহিন, তবে ভারতের ইনিংসের শুরুতে শাহিন-রোহিত দ্বৈরথে চোখ থাকবেই। 

শুভমান গিল বনাম নাসিম শাহ: দুইজনেই দুই দেশের উঠতি তারকা, পতাকা বাহক বললেও ভুল বলা হয় না। ক্রিকেটের আঙিনায় নতুন ব্যক্তিগত ‘বিগ শো’ হয়ে উঠতে পারে গিল-শাহ দ্বৈরথ। তরুণ পাক পেসার নাসিমের ((Naseem Shah) পেস গিল কীভাবে সামলান সেটাই দেখার। 

আরও পড়ুন: সেরা ভারত-পাকিস্তান দ্বৈরথ… ফিরে দেখা

বিরাট কোহলি বনাম হ্যারিস রউফ: গত বছর টি২০ বিশ্বকাপে কোহলির (Virat Kohli) দুটো ছয় নিশ্চয়ই ভুলতে পারেননি পাক পেসার (Haris Rauf)। রউফ অসাধার‍ণ বল করছিলেন, কিন্তু কোহলি এসে বুঝিয়ে দেন ওদিনের রাজা তিনিই। আজ তাঁর উইকেট নেওয়ার প্রতি আলাদা লক্ষ্য থাকবে ডানহাতি পাক পেসারের। 

বাবর আজম বনাম কুলদীপ যাদব: ৫০ ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের অধিনায়ক। কিন্তু ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচে করেছেন ১৫৮, গড় ৩১.৬০। ২০১৯ বিশ্বকাপে বাবরকে (Babar Azam) আউট করেছিলেন কুলদীপ (Kuldeep Yadav)। আজ আবার তাঁর উপরে ভরসা করছে ভারত। 

হার্দিক পান্ডিয়া বনাম শাদাব খান: দুই দলের দুই সেরা অলরাউন্ডার। লেগস্পিনার শাদাব খান (Shadab Khan) বাবর আজমের গো-টু বোলার। বিপদের সময় তাঁর হাতেই বল তুলে দেন তিনি। ব্যাটিংও খারাপ করেন না। অন্যদিকে হার্দিকের (Hardik Pandya) প্রধান শক্তি ব্যাটিং, বাউন্ডারি হাঁকাতে ওস্তাদ। সেই সঙ্গে তাঁর মিডিয়াম পেস বেশ কার্যকর। দলের ভারসাম্য রক্ষাকারী দুই খেলোয়াড়ের উপর অনেকটা নির্ভর করছে ম্যাচের ফলাফল।

RELATED ARTICLES

Most Popular