skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeআন্তর্জাতিকShoot In US School: আমেরিকার স্কুলে শিক্ষিকাকে গুলি ৬ বছরের পড়ুয়ার  ...

Shoot In US School: আমেরিকার স্কুলে শিক্ষিকাকে গুলি ৬ বছরের পড়ুয়ার      

Follow Us :

ওয়াশিংটন: ফের শুটআউট আমেরিকার স্কুলে। এবার ৬ বছরের এক ছাত্র ক্লাসরুমে আচমকাই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায়। শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবারের এই ঘটনা ভার্জিনিয়ার রিচনেক এলিমেন্টারি স্কুলে। তবে ঘটনায় স্কুলের কোনও পড়ুয়া জখম হয়নি।যদিও, শিশুটি এই ভাবে গুলি চালানোয় পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেন সে গুলি চালাল, তা পরিষ্কার নয়। হেফাজতে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। 
স্থানীয় সূত্রের খবর, মধ্য তিরিশের ওই শিক্ষিকা তখন ক্লাসে পড়াচ্ছিলেন।হঠাৎই ওই পড়ুয়া নিজের জায়গা ছেড়ে উঠে শিক্ষিকার কাছে গিয়ে গুলি চালাতে শুরু করে। শিক্ষিকা রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অন্য পড়ুয়ারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। গুলির শব্দ শুনে অন্য শিক্ষক-শিক্ষিকারা ছুটে আসেন। খবর যায় পুলিশে। শিক্ষিকাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: Drunk Man Urinates On Woman: বিমান প্রস্রাবকাণ্ডে নয়া মোড়, ব্ল্যাকমেলের সন্দেহ অভিযুক্তর বাবার 

জানা গিয়েছে, শুক্রবার, মার্কিন যুক্ত্রাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার রিচনেক এলিমেন্টারি স্কুলে প্রতিদিনের মতোই পঠনপাঠন চলছিল। হঠাৎই সেখানে শোনা যায় বিকট শব্দ। সেখানে উপস্থিত সকলে গিয়ে দেখে ৬ বছরের এক শিশু গুলি করেছে তার ক্লাস টিচারকে। সেখানেই লুটিয়ে পড়ে সে শিক্ষিকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া পুলিশকে। ঘটনাস্থে পুলিশ পৌঁছে আটক করে ওই ৬ বছরের শিশুকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই মহিলা। 
স্থানীয় পুলিশ প্রধান স্টিফ ড্রিউ সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি একেবারেই আকস্মিক নয়। কেন ছেলেটি গুলি করল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, প্রাণনাশের জন্যই এই হামলা চালানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ  এই ঘটনায় হতাশ এবং বিস্মিত। সুপারিন্টেন্ডেন্ট অফ স্কুল জর্জ পার্কার বলেন, আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না ।স্কুল পড়ুয়া বা তরুণদের হাতে যেন বন্দুক না থাকে, সে ব্যাপারে নাগরিক সমাজকেও সচেতন থাকতে হবে
আমেরিকার বিভিন্ন প্রান্তে স্কুলে বা কলেজে গুলি চালানো নতুন কিছু নয়। তবে মাত্র ৬ বছরের এক স্কুল ছাত্র কেন শিক্ষিকাকে গুলি করতে গেল, তাই সকলকে ভাবাচ্ছে। গত বছরের মে মাসে টেক্সাসের উভালদে ১৮ বছরের এক বন্দুকধারী একটি স্কুলে ঢুকে বেপরোয়া গুলি চালায়। তাতে ১৯ শিশু এবং দুই  শিক্ষিকার মৃত্যু হয়। তারপরে সরকার নড়েচড়ে বসে তরুণ এবং যুব সমাজের হাতে যাতে গুলি,বন্দুক না থাকে তার জন্য জারি হয় কড়া নির্দেশ।তাতেও যে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি শুক্রবারের ঘটনা তার সাম্প্রতিক নজির।  
বন্দুক সংরক্ষণাগারের ডেটাবেস অনুযায়ী জানা গিয়েছে, গত বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৪ হাজার জনের  মৃত্যু  হয়েছে বন্দুকবাজের গুলিতে।  

RELATED ARTICLES

Most Popular