পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে বামেদের জোটের ইঙ্গিত দিলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সোমবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বলেন, পঞ্চায়েতে বামেদের (Left) সঙ্গে কংগ্রেসের (Congress) ঐক্যবদ্ধ লড়াই হতেই পারে। নিচুতলায় বাস্তবতার উপর দাঁড়িয়ে জোট হতে পারে। তবে দলের তরফে কোনও আনুষ্ঠানিক নির্দেশ থাকছে না। কংগ্রেস নেতার দাবি, অনেক জেলায় সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। মালদহের রতুয়ায় তিনি নিজে তা দেখে এসেছেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। নিচুতলায় দুই দলের মধ্যে এরকম প্রবণতা দেখা যাচ্ছে।
অধীর বলেন, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। তাঁর অভিযোগ, রাজ্য সরকার আর্থিকভাবে দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের ঋণের পরিমাণ ৬ লক্ষ কোটি টাকা। এই সংকটের মধ্যেও রাজ্য সরকার ভোটারদের নানাভাবে টাকা দিয়ে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: Left Rally: লক্ষ্য পঞ্চায়েত, জাঠা কর্মসূচিতে নেমে ফের জনসংযোগের রাস্তায় বামেরা
প্রদেশ কংগ্রেস সভাপতি সাফ জানিয়ে দেন, উত্তরবঙ্গের বঞ্চনাকে হাতিয়ার করে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি (BJP)। নানা বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলা ভাগের জন্য উঠেপড়ে লেগেছে। তাকে মদত দিচ্ছে বিজেপি। কখনও অনন্ত মহারাজকে মদত দিচ্ছে তারা, কখনও বিমল গুরুংকে তোল্লা দিচ্ছে। তিনি বলেন, আমরা কখনও বাংলা ভাগ হতে দেব না।
এদিন ছিল নরেন্দ্র মোদির নোটবন্দির বর্ষপূর্তি। অধীর সেই প্রসঙ্গ তুলে বলেন, কালো টাকাকে মোদি ওয়াশিং মেশিনে ধুয়ে সাদা করে দিয়েছে। এখন আরও বেশি নগদের কারবার চলছে। জাল টাকা হু হু করে ঢুকছে দেশে। মোদির নোটবন্দি যে ধাপ্পা ছিল, তা মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আজও দেশ আর্থিক মন্দা থেকে বেরিয়ে আসতে পারেনি।