Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনGigi Hadid: টুইটার এখন ঘৃণার নর্দমা, মন্তব্য জিজি হাদিদের

Gigi Hadid: টুইটার এখন ঘৃণার নর্দমা, মন্তব্য জিজি হাদিদের

Follow Us :

টুইটার এখন ঘৃণার নর্দমায় পরিণত হয়েছে বলে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করলেন আমেরিকার সুপার মডেল জিজি হাদিদ।এই নিয়ে বিশদে একটি পোস্ট লিখে জিজি হাদিদ জানান, তিনি আর টুইটারে থাকতে চান না। তাঁর টুইটার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি তাঁর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। 
টুইটারের লাগাম এলন মাস্কের হাতে আসার পর থেকেই কোনও না কোনও কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসে এই মাইক্রো ব্লগিং সাইট। কখনও টুইটারে ব্লুটিক অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন হিসেবে ৮ ডলার ধার্য করার সিদ্ধান্ত নিয়েছেন এলন। আবার আগাম কিছু না জানিয়েই সংস্থার কর্মীদের  ছাটাই করেছেন তিনি। আর আজ, সোমবার ফের সেই ছাটাই হওয়া  কর্মীদের ফিরে আসার ডাকও দেন টুইটার কর্তা। এলন মাস্কের এই সব কীর্তিতেই বিরক্ত হয়ে টুইটার থেকে বিদায় নিলেন আমেরিকার সুপার মডেল জিজি হাদিদ।


জিজি  টুইটারে  তাঁর ফ্যানেদের উদ্দেশে ক্ষমা চেয়ে লেখেন, প্রায় দশ বছর ধরে এই টুইটারের মাধ্যমে অনেক ফ্যানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। কিন্তু আর সম্ভব নয়। কারণ এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কারও জন্য সুরক্ষিত, তা আর  হলফ করে বলতে পারবেন না তিনি। 
টুইটার থেকে সম্প্রতি ছাঁটাই হয়েছেন সংস্থার  হিউম্যান রাইটস কাউন্সেল  শ্যানন রাজ সিং। তিনিও কর্মী ছাঁটাই সহ বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে টুইট করেন। জিজি হাদিদ শ্যাননের টুইটও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। 

আরও পড়ুন: Twitter: ভুলবশত কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে, ফিরে আসার অনুরোধ টুইটারের

তবে শুধু জিজি হাদিদ একা নন এর মধ্যেই টুইটার ছেড়েছেন  মার্কিন সেলেব্রিটি, গ্রেজ অ্যানাটমির শ্রষ্টা শোন্ডা রাইমস, মার্কিন চলচ্চিত্র প্রযোজক কেন অলিন, টি লিওনি, রন পার্লম্যান, গীতিকার সারা ব্যারেইলিস ও টনি ব্র্যঙ্কস্টন প্রমুখ।      

RELATED ARTICLES

Most Popular