ম্যাঙ্গালুরু: বিজেপি নেতার খুনের ঘটনার পর দু’দিনও কাটেনি। এরই মধ্যে ফের খুন ম্যাঙ্গালুরুতে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ২৩ বছরের এক যুবককে। ম্যাঙ্গালুরু লাগোয়া সুরথকল এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। ম্যাঙ্গালুরুর পুলিস কমিশনার এন শশী কুমার বলেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ সুরথকলের কাটিপাল্লা রোডের কৃষ্ণপুরার কাছে ৪-৫ জন দুষ্কৃতী ওই যুবককে (ফাজিল) নৃশংস ভাবে আক্রমণ করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সুরথকল থানায় অভিযোগও দায়ের হয়েছে।
সুরথকল, মুলকি, বাজপে এবং পানাম্বুরে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিস কমিশনার বলেন, এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে পুলিস। তিনি ঘটনার সময় ওই যুবকের সঙ্গে ছিলেন। ম্যাঙ্গালুরু সিটি কমিশনারেটের অধীনে গুরুত্বপূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মদের দোকান ২৯ তারিখ অবধি বন্ধ রাখার কথা বলা হয়েছে। আইনশৃঙ্খলার বৃহত্তর স্বার্থে সমস্ত মুসলিম নেতাদের তাঁদের বাড়িতে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছি৷ অপরাধের উদ্দেশ্য এবং অপরাধীদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। গুজবে কান দেবেন না।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কন্নড় জেলার বেল্লারে গ্রামে প্রবীণ নেত্তারু নামে এক বিজেপি নেতাকে কুপিয়ে খুন করা হয়। পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে প্রবীণের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। কুপিয়ে খুন করা হয় তাঁকে। সেই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন বিজেপির যুবকর্মীরা। দলের অন্দরেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শোকপ্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিলেও রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। গণইস্তফাও দিয়েছেন অনেকে।