প্যারিস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi) সম্মুখ সমরে নামেন না অনেকদিন হয়ে গেল। রোনাল্ডো রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়ার পর থেকেই সেভাবে আর দুজনকে মুখোমুখি দেখতে পাওয়া যায়নি। এখন তো একেবারেই অসম্ভব, কারণ ইউরোপের আঙিনা ছেড়ে চলে গিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তিনি সৌদি আরবের (Saudi Arabia) আল নাসের (Al Nassr) ক্লাবে যোগ দিয়েছেন। আচমকাই জল্পনা উঠেছে, মেসিকেও নাকি সৌদি আরবে নিয়ে আসার তোড়জোড় চলছে।
পিএসজি-র (PSG) সঙ্গে মেসির চুক্তি এই মরশুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। যতদূর জানা যাচ্ছে, আরও এক বছর চুক্তি বাড়ানোর ব্যাপারটা প্রায় পাকা হয়েই আছে। কিন্তু মেসিকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বার্সেলোনা (Barcelona) এমন খবরও ছড়িয়েছে। এর মধ্যেই আসরে নেমেছে সৌদির ক্লাব আল হিলাল (Al Hilal)। রোনাল্ডোকে আল নাসের যে পরিমাণ বেতন দিচ্ছে মেসিকে তার থেকেও বেশি দিতে চায় আল হিলাল।
আরও পড়ুন: IND vs SL: সিরাজের পেস, কুলদীপের স্পিনে ২১৫ রানে অল আউট শ্রীলঙ্কা
নামী ক্রীড়া সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো (Mundo Deportivo) বলছে, মেসিকে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ২৪৪৫ কোটি টাকা) দিতে চায় আল হিলাল। আকাশছোঁয়া এই অঙ্কের লোভ সামলানো নিশ্চয়ই কঠিন। মেসি যদি সম্মত হন তবে রোনাল্ডোকে টপকে তিনিই সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হয়ে উঠবেন।
আরও একটা চিত্তাকর্ষক বিষয় আছে। রোনাল্ডো যে ক্লাবে যোগ দিয়েছেন সেই আল নাসেরের প্রধান প্রতিপক্ষ হল আল হিলাল। অনেকটা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ গোছের। মেসি সৌদি গেলে আবারও এই প্রজন্মের দুই সেরাকে সম্মুখ সমরে দেখা যাবে। দুজনেই এখন কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। আগের মতো খেলা এখনও দেখাবেন, এই প্রত্যাশা করা উচিত নয়। তবু মেসি-রোনাল্ডো যতই ‘বুড়ো’ একে অপরের বিরুদ্ধে মাঠে নামলে আজও গোটা বিশ্ব সেদিকেই তাকিয়ে থাকবে।