কলকাতা: বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তিন মাসের মধ্যে পুলিশের সব শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে আমলাদের মধ্যে গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। কিন্তু যে ছেলেমেয়েগুলো চাকরির পরীক্ষা বসে আছে, তারাও তো ভাবছে কবে চাকরিটা হবে। আমি কোনও কথা শুনতে চাই না। তিন মাসের মধ্যে পুলিশের নিয়োগ শেষ করতে হবে।
সেইসঙ্গে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার সময় যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণের ব্যবস্থাতেও কিছুটা পরিবর্তন আনার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পুলিশ কর্তাদের উদ্দেশে তিনি বলেন, আগে ৬ মাস ৩ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হত। সেটার বদলে এবার থেকে সাতদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হোক। তারপর তাঁদের এক-একটি থানায় পাঠান। থানাগুলিতে ফোর্স বাড়ান। মাসের মধ্যে ২১ দিন তাঁদের ফিল্ডে কাজ করানো হোক এবং সাতদিন অন্যান্য বাকি ট্রেনিং করানো হোক।
এর আগেও উৎকর্ষ বাংলার অধীনে কয়েক হাজার উত্তীর্ণ পড়ুয়াকে চাকরির নিয়োগ পত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।