কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এবার হাইস্কুল শিক্ষকদের তথ্য তলব করল। জরুরি ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সেই তথ্য চেয়েছে তারা। তার জেরে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ চিঠি দিল প্রত্যেক জেলার স্কুল পরিদর্শককে। আগামী কাল, সোমবার ২১ নভেম্বরের মধ্যে ওই তথ্য পর্ষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পর্ষদের কাছে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণিতে যোগ দেওয়া ও যোগ না দেওয়া শিক্ষক-শিক্ষিকাদের রোল নম্বর চাওয়া হয়েছে। চাকরির রেকমেন্ডেশন বা সুপারিশ মেমো, তারিখ, অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর, কাজে যোগ না দেওয়ায় শূন্যপদের স্টেটাস জরুরি ভিত্তিতে জানাতে বলা হয়েছে। নাম, রোল নম্বর, রেকমেন্ডেশন মেমো নম্বর, অ্যাপয়ন্টমেন্ট মেমো নম্বর ও কাজে যোগদানের তারিখ জানতে চাওয়া হয়েছে। যাঁরা কাজে যোগ দিয়েছেন তাঁদের জানতে চাওয়া হয়েছে। যাঁরা যোগ দেননি তাঁদেরও জানতে চাওয়া হয়েছে। কাজে যোগ না দেওয়ায় কোথাও শূন্যপদের সৃষ্টি হলে তা কোন বিষয়ে হয়েছে সেটিও জানতে চাওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত চলছে। সিবিআই-এর নির্দেশের পরেই ডিআইদের কাছে ওই তথ্য তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সচিব গত ১৮ তারিখেো এই নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সিবিআই তদন্তের জন্যই এই অনুসন্ধান। সোমবার বেলা ১২টার মধ্য তথ্য জানাতে হবে। কোনও ধরনের অজুহাত চলবে না।
আরও পড়ুন: Aindrila Sharma: ভাল নেই ঐন্দ্রিলা, রাতে পর পর কার্ডিয়াক অ্যারেস্ট অভিনেত্রীর
উল্লেখ্য, জেলার স্কুলগুলি সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ তদন্তের ঘটনায় এর আগে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকারের কাছে তাঁদের কাজে যোগদানের বিষয়ে তথ্য জমা দিয়েছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২১ সাল পর্যন্ত যেসব শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছেন প্রত্যেকে তাঁদের তথ্য জমা দিয়েছেন। তবে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষ নিয়োগের তথ্য চেয়ে পাঠানো এই নির্দেশিকায় নির্দিষ্ট করে সময়ের কথা উল্লেখ করা নেই। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা এই তথ্য জমা দেবেন তা বলা হয়নি বলে জানা গিয়েছে।