শ্রীনগর: ১৫ অগাস্টের আগে কাশ্মীরকে অশান্ত করতে তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা৷ শনিবার গভীর রাতে কুলগামে গ্রেনেড হামলা করে তারা৷ ওই গ্রেনেড হামলায় গুরুতর জখম হন এক পুলিস অফিসার৷ তাঁকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি৷ রবিবার সকালে টুইট করে কাশ্মীর পুলিস ওই অফিসারের মৃত্যু খবর জানায়৷
জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত পুলিস অফিসারের নাম তাহির খান৷ পুঞ্চের বাসিন্দা তাহির খানকে লক্ষ্য করে গতকাল রাতে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা৷ তাতে মৃত্যু হয় ওই পুলিস অফিসারের৷ তাহির খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কাশ্মীর পুলিস৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরে ইতি-উতি জঙ্গি হামলায় হতাহত হচ্ছেন নিরাপত্তা রক্ষীরা৷ শনিবার শ্রীনগরের ইদগা এলাকায় গ্রেনেড ছোড়ে জঙ্গিরা৷ তাতে আহত হন আধা সামরিক বাহিনীর এক জওয়ান৷ যদিও তাঁর আঘাত তেমন গুরুতর নয়৷ এর আগে জঙ্গিদের বড় ধরনের আত্মঘাতী হামলা ভেস্তে দিয়েছিল নিরাপত্তা বাহিনী৷ যদিও ওই অভিযানে মারা যান সেনাবাহিনীর তিন জওয়ান৷ নিহত হয় দুই জঙ্গিও৷