Friday, July 4, 2025
Homeকলকাতাখড়্গপুর আইআইটির ছাত্র মৃত্যুর মামলায় জয়রামনের তদন্তেই আস্থা আদালতের 

খড়্গপুর আইআইটির ছাত্র মৃত্যুর মামলায় জয়রামনের তদন্তেই আস্থা আদালতের 

Follow Us :

কলকাতা: খড়্গপুর আইআইটি (Kharagpur IIT) ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুর তদন্ত আইপিএস অফিসার কে জয়রামনের নেতৃত্বেই চলবে বলে জানিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্টে আরও নির্দেশ, দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতেই এই তদন্ত চলবে। তবে হাইকোর্ট বিশেষ তদন্তকারী দলের বাকি সদস্যদের নিয়োগ বাতিল বুধবার বাতিল করে দেয়। প্রধান বিচারপতির টি এস শিভগণনমের নির্দেশ, জয়রামনকেই সিটের নতুন সদস্য নির্বাচিত করতে হবে।

২০২২ সালের ১৪ অক্টোবর ফায়জান মারা যায়। হস্টেলের ঘরে অস্বাভাবিক মৃত্যু হয় ওই ছাত্রের। ময়নাতদন্তের রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়। আইআইটি কর্তৃপক্ষও আত্মহত্যার তত্ত্বেই স্থির থাকে। পরিবার তাতে আপত্তি করে আদালতে যায়। আদালত মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। রাজ্য সরকার এবং আইআইটির কর্তৃপক্ষ তার বিরোধিতা করে। তা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। একাধিকবার আইআইটি কর্তৃপক্ষ আদালতের তোপের মুখে পড়ে। 

আরও পড়ুন: ভোট পরবর্তী খুনের মামলায় সিবিআইয়ের ভুমিকায় ক্ষুব্ধ আদালত  

আদালতই জয়রামনের নেতৃত্বে বিশেষ তদন্তকারী বা সিট গঠন করে। রাজ্য সরকার এবং আইআইটি তারও বিরোধিতা করে। রাজ্যের দাবি, উপযুক্ত কারণ ছাড়াই তদন্তভার হস্তান্তরিত করা হয়েছে। আইআইটির অভিযোগ, মৃতের পরিবার ক্ষতিপূরণ বাবদ তাকা আদায়ের জন্যই মামলা করেছে। মামলার পরবর্তী শুনানি অক্টোবর মাসে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39