Thursday, July 3, 2025
HomeকলকাতাDilip Ghosh | অভিষেকের স্ত্রী রুজিরার ইডি তলব নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh | অভিষেকের স্ত্রী রুজিরার ইডি তলব নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

Follow Us :

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) ইডির তলব নিয়ে কার্যত বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিষেক-রুজিরাকে আক্রমণ করতে গিয়ে ফের একবার দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি সাংসদের। তিনি বলেন, বউমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে গিয়ে হবে।                      

এরই পাশাপাশি রুজিরাকে ইডির তলব ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘যত সময় এগোচ্ছে আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে, বড় বড়  কথা বলছে। কেন বলুন তো? যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। যত ভয় পাচ্ছে, তত চিৎকার বাড়ছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে।

আরও পড়ুন: Baguiati Incident | অবৈধ মদ ও গাঁজা ব্যবসার প্রতিবাদ, ভাইয়ের হাতে খুন দাদা 

প্রসঙ্গত, সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনৈতিক মহল। বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরায় ইডি। কয়লাপাচার মামলায় বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39