skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeআন্তর্জাতিকDonald Trump: এলন মাস্কের টুইটারে ফিরবেন ট্রাম্প! কী বললেন তিনি?  

Donald Trump: এলন মাস্কের টুইটারে ফিরবেন ট্রাম্প! কী বললেন তিনি?  

Follow Us :

অবশেষে টুইটারের মালিকানা নিয়েছেন এলন মাস্ক। এই ঘটনায় খুশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জনপ্রিয়তম মাইক্রো ব্লগিং সাইটে তিনি ফিরে আসবেন কি না তা নিয়ে স্পষ্ট কিছু বললেন না। ২০২১ সালে ক্যাপিটল কাণ্ডের জেরে তাঁকে নিষিদ্ধ করে দিয়েছিল টুইটার সংস্থা। বৃহস্পতিবার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে ওই সংস্থার মালিকানা হস্তান্তর পর্ব সম্পূর্ণ হয়েছে। নতুন মালিক এলন মাস্ক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে চান তিনি। কিন্তু খোদ ট্রাম্পই এখন ধোঁয়াশা ছড়াচ্ছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ট্রাম্প বলেন, আমি খুব খুশি যে টুইটার এখন সুস্থ বুদ্ধিসম্পন্ন হাতে এসেছে এবং আমাদের দেশকে যারা ঘৃণা করে সেই মৌলবাদী এবং পাগল বামপন্থীরা আর চালাবে না। তবে টুইটারের নির্বাসন থেকে তিনি প্রত্যাবর্তন করতে চান কি না তা ভেঙে বলেননি। তিনি জানিয়েছেন, এলন মাস্ককে পছন্দ করেন এবং তাঁকে শুভকামনা জানাতে চান। তবে তাঁর সবথেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য হল, আমার মনে হয় না আমাকে ছাড়া টুইটার সফল হতে পারবে। 

আরও পড়ুন: Delhi Airport: আগুন নিভলেও এক ঘণ্টা বিমানে আটকে ছিলেন ১৭৭ জন যাত্রী!  

অধিকাংশের মতে, টুইটারে ফিরে না এসে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় তাঁর ৮ কোটি ফলোয়ার ছিল। গত বছর অক্টোবরে চালু করা তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে সেখানে মাত্র ৪০ লক্ষ ফলোয়ার তাঁর। আগামী ৮ নভেম্বর মিড-টার্ম নির্বাচন রয়েছে। তার আগে টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলে অনেকটাই সুবিধা হবে ট্রাম্পের। বহু মানুষের কাছে তাঁর দাবি, তাঁর বক্তব্য নিয়ে পৌঁছতে পারবেন। ২০২০ সালে নির্বাচবে হেরে গিয়ে ভুয়ো ভোটের অভিযোগ করেছিলেন টুইটারকে হাতিয়ার করেই। 

RELATED ARTICLES

Most Popular