Tuesday, July 8, 2025
HomeScrollক্ষিপ্ত খামেনির কড়া সিদ্ধান্ত, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন?
Israel-Iran War

ক্ষিপ্ত খামেনির কড়া সিদ্ধান্ত, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন?

মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের!

Follow Us :

ওয়েব ডেস্ক: ঘাত-প্রত্যাঘাতে চরমে পৌঁছচ্ছে ইজরায়েল-ইরান যুদ্ধ (Israel-Iran War)। সেই সঙ্গে দুই দেশের তরফেই আসছে একের পর এক হুমকি। আরও একবার মধ্যপ্রাচ্যের লড়াই হয়তো বিশ্বযুদ্ধের ঘন্টা বাজাতে চলেছে। কারণ, দুই দেশের এই সামরিক সংঘাত নিয়ে ইতিমধ্যে মন্তব্য করেছে একের পর এক ‘সুপারপাওয়ার’ দেশ। সেক্ষেত্রে পশ্চিম এশিয়া থেকে শুরু হওয়া এই যুদ্ধ ক্রমে তৃতীয় বিশ্বযুদ্ধের (World War III) আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

গত শুক্রবার থেকে শুরু হওয়া দুই দেশের সামরিক হামলা আজ নিয়ে পড়ল সাতদিনে। তবে এই এই সপ্তাহে এই সংঘাতের বিভিন্ন রুপ দেখা গিয়েছে। কখনও তেহরানের বুকে একের পর এক মিসাইল ছুড়েছে ইজরায়েল, আবার কখনও তেল আভিভ, জেরুজালেমকে টার্গেট করে হামলা চালিয়েছে ইরানি সেনা। বৃহস্পতিবার সকাল থেকেই ইরানের তরফে একাধিক ব্যালেস্টিক মিসাইল হামলার অভিযোগ তুলেছে ইজরায়েলি সেনা।

আরও পড়ুন: ভয়ঙ্কর রুপে খামেনি, এবার ইজরায়েলে তাণ্ডব চালাবে ইরান?

এদিকে এই বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা (USA)। অর্থাৎ, সেক্ষেত্রে বিশ্বের প্রথম ‘সুপারপাওয়ার’ দেশ হিসেবে এই যুদ্ধে জড়াবে আমেরিকা। অন্যদিকে আরও কিছু সূত্র থেকে দাবি করা হয়েছে যে ইরানকে নেপথ্যে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া (Russia)। এখন আমেরিকা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করলে মাঠে নামতে পারে রাশিয়াও। তার মধ্যে চীনের (China) অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই বিশ্বযুদ্ধের আশঙ্কা আজ শুধুমাত্র অবান্তর এক কল্পনার স্তরে যে নেই, তা স্বীকার করাই যায়।

যদিও ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার হস্তক্ষেপের জল্পনা উড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন যে, যুদ্ধে হস্তক্ষেপের ব্যাপারে কোনও পরিকল্পনা করেনি আমেরিকা। তাঁর কথায়, “আমি করতেও পারি, আবার না-ও করতে পারি। আমি কী করতে চলেছি, তা কেউই জানে না।” এদিকে পুতিনও দাবি করেছেন যে, তাঁর ইরানি বন্ধুরা এখনও কোনও সাহায্য চাননি। তাই সম্ভাবনা থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়টিকে আপাতত খাতায়-কলমে রাখাটাই শ্রেয়।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39