Thursday, July 3, 2025
HomeদেশControversial Remarks of BJP MP: জল বাঁচাতে মদ, তামাক যা খুশি খান,...

Controversial Remarks of BJP MP: জল বাঁচাতে মদ, তামাক যা খুশি খান, অমূল্য বাণী বিজেপি সাংসদের

Follow Us :

কলকাতা: এ যেন সেই ক্ষুধার্ত মানুষের মুখে রুটি নেই। তাতে কী, ওরা তো কেক খেতে পারে! রোমান রানির সেই উক্তির নমুনা এদেশেও। অবশ্যই সৌজন্যে এক পদ্মশ্রী। জল বাঁচাতে অভিনব টোটকা বিজেপি সাংসদের। বললেন, জলের বদলে মদ্যপান করুন। গুটখা সেবন করুন। জল সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এমনই মন্তব্য বিজেপি নেতা জনার্দন মিশ্রের। বলাবাহুল্য নেতাজির এই অমূল্য বাণীর ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

রেওয়া কেন্দ্রের এই সাংসদ এর আগেও আলটপকা মন্তব্যের জন্য কুখ্যাতি কুড়িয়েছেন রাজনৈতিক ও সামাজিক মহলে। এবার ফের একবার জলের বদলে মদ ও তামাক খাওয়ার সুপারিশ করে খবরের শিরোনামে। জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে ৬৬ বছরের এই এমপি বলেন, দিনকে দিন আমাদের ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে। প্রতিবছর জলস্তর নামছে। যেখানে এই অবস্থার পরিবর্তনের কোনও বিকল্প কিংবা ঠেকানো সম্ভব নয়, তখন কী আর করা যাবে? তাঁর কথায়, আমাদের প্রতিটি কাজই জলনির্ভর। ফলে জল বাঁচানোর একটাই রাস্তা খোলা, আর সেটা হল নগদ কড়ি খরচ করা।

আরও পড়ুন: Supreme Court: ইউ ইউ ললিতের অবসর, নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়

মধ্যপ্রদেশে তাঁর নিজের লোকসভা কেন্দ্র রেওয়ায় জল সংরক্ষণের একটি কর্মশালায় অংশ নিয়েছিলেন জনার্দন। সেখানে ভাষণের সময় তিনি বলেন, আপনারা মদ্যপান করুন, তামাক সেবন করুন, আঠার গন্ধ শুঁকুন, ধর্মের পিছনে খরচ করুন, যা ইচ্ছে হয় তাই করুন। আমার কোনও সমস্যা নেই। শুধু জল বাঁচান। জল সংরক্ষণের গুরুত্ব বুঝলেই আমার আর কোনও সমস্যা নেই। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে একটি বালিকা বিদ্যালয়ে গিয়ে সেখানে খালি হাতে শৌচাগার পরিষ্কার করেছিলেন মিশ্র।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39