কলকাতা: হরিদেবপুর কাণ্ডে মৃত যুবক অয়ন মণ্ডলের ওয়ালেট উদ্ধার হল তাঁর বান্ধবী প্রীতি জানার বাড়ির পিছন থেকে। বুধবার পুলিশ সেটি উদ্ধার করেছে। ওই ওয়ালেট থেকে পাওয়া গিয়েছে অয়নের এটিএম কার্ড ও ছবি। এদিন পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। এর ফলে পুলিশ আরও অনেকটাই নিশ্চিত হল যে, প্রীতির বাড়িতেই অয়নকে খুন করা হয়েছে। একইসঙ্গে, ওই এটিএম কার্ড থেকেও আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য জানা যেতে পারে বলে পুলিশ মনে করছে।
তবে ওয়ালেট উদ্ধার হলেও এখনও হদিশ মেলেনি অয়নের মোবাইলটির। সেটির খোঁজ মিললে পুলিশের তদন্তের কাজ আরও অনেকটাই এগিয়ে যাবে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রীতি এবং তার মা রুমা জানার সঙ্গে অয়নের অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ওই মোবাইলে রয়েছে। ধৃত প্রীতি এবং রুমা পুলিশের কাছে ইতিমধ্যেই দাবি করেছে, সেই সব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে অয়ন তাদের ব্ল্যাকমেল করত। অয়ন এর জন্য টাকা-পয়সাও চাইত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন Naihati Money Recover: রাজ্যে ফের লক্ষাধিক টাকার হদিশ, নৈহাটি থেকে গ্রেফতার যুবক
দশমীর দিন রাতে বাড়ি থেকে বেরিয়েছিল অয়ন। দুদিন পরে মগরাহাটে তার দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় তার প্রেমিকা প্রীতি জানা ও তার বাড়ির লোকের বিরুদ্ধে অয়নকে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় প্রেমিকা ও তার মা উভয়ের সঙ্গে অয়নের সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে আসে। পুলিশ প্রীতি এবং তার মা ছাড়াও বাবা, নাবালক ভাই ওই তার দুই বন্ধু, গাড়ির চালককে গ্রেফতার করেছে।