Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeক্রিকেটের নিয়মে পাঁচটি বড় বদল আনল আইসিসি

ক্রিকেটের নিয়মে পাঁচটি বড় বদল আনল আইসিসি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের কিছু নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছিল আইসিসি (ICC)। অবশেষে এল সেই পাঁচ বদল। সাদা এবং লাল বলের খেলা মিলিয়েই হয়েছে এই পাঁচ, আগামী ২ জুলাই শুরু হতে চলা ইংল্যান্ড বনাম ভারতের এজবাস্টন টেস্ট (Edgbaston Test) থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। দেখে নেওয়া যাক, কী কী পরিবর্তন হল।

ওডিআইয়ের দুটো বল: ৫০ ওভারের খেলায় দুটো বল দিয়ে ২৫ ওভার করানো হয়। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আইসিসি-র কাছে আবেদন করেছিলেন যাতে পুরনো দিনের মতো একটাই বলে খেলা হয়। কারণ বল পুরনো না হলে রিভার্স সুইং হয় না, বল শক্ত থাকে ফলে বোলারদের মার খাওয়ার সম্ভাবনা বাড়ে। শচীন তেন্ডুলকরও (Sachin Tendulkar) একবার একটা বলের পক্ষে সওয়াল করেন। এই নিয়মে আংশিক বদল হল।

এবার থেকে ৩৪ ওভার পর্যন্ত দুটো বলে খেলা হবে। ৩৫ ওভার থেকে দুটি বলের অবস্থা বেশি ভালো থাকবে সেটিই ব্যবহার করা হবে। কোনও কারণে ম্যাচ ২৫ ওভার বা তার কমে হলে খেলা হবে একটা বলেই।

আরও পড়ুন: এজবাস্টন টেস্টের দলে জফ্রা আর্চার, শক্তি বাড়ল ইংল্যান্ডের

থুতুর ব্যবহার: কোভিডের সময় থেকে বোলাররা আর বলে থুতু লাগাতে পারে না। ভুল করে কেউ থুতু লাগিয়ে ফেললে সেই বল বদলে ফেলতে হত। এবার আর তা হবে না, বল পালটানো হবে কি না তা সম্পূর্ণ আম্পায়ারের সিদ্ধান্ত। সেই সঙ্গে বলে থুতু লাগালে ব্যাটিং টিম পেনাল্টি হিসেবে পাঁচ রান পাবে।

স্টপ ক্লক: সীমিত ওভারের খেলায় স্টপ ক্লক চালু আছে। এক ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শেষ করতে হবে। এবার টেস্টেও এই নিয়ম চালু হল। বোলিং দল দু’ বার এই ভুল করলে অধিনায়ককে সতর্ক করা হবে, তৃতীয়বার ভুল করলেই প্রতিপক্ষকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে।

রিভিউ: ক্যাচ ধরার আবেদন আম্পায়ার নাকচ করার পর বোলিং দল রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার একই সঙ্গে এলবিডব্লুও যাচাই করে নেবেন। ক্যাচের আম্পায়ার্স কলে আউট না হলেও এলবিডব্লুতে আউট হতে পারে ব্যাটাররা।

নো বল: নো বলে আউট হলে ব্যাটাররা রান নিতে পারতেন। সেই রান এবং নো-এর এক রান একসঙ্গে দলের স্কোরকার্ডে ঢুকত। কিন্তু এখন থেকে শুধু নো বলের রানটাই নেওয়া হবে, ন্য রান গণ্য হবে না।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News