নৈহাটি: ফের রাজ্যে লক্ষাধিক টাকা উদ্ধার। নৈহাটি থেকে উদ্ধার হল নগদ ৬০ লক্ষ টাকা। মঙ্গলবার নৈহাটি জিআরপি (GRP) সেই টাকা উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে ইনকাম ট্যাক্সের অফিসাররা। জানা গিয়েছে, ধৃত যুবক অভিষেক সোনকারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় ওই যুবক বার বার তার বয়ান বদলায় বলে সূত্রের খবর। কোথা থেকে ওই টাকা এল সে বিষয়ে জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
সূত্রের খবর, জেরায় অভিষেক সোনকার জানায় তিনি এইরকম নৈহাটিতে টাকা নিয়ে আসেন। তবে কার কাছ থেকে বা কোথা থেকে এই টাকা এল সে বিষয়ে এখনও কিছু জানতে পারে তদন্তকারীরা।
জানা গিয়েছে, গতকাল কল্যাণী লোকাল ট্রেনে হঠাৎই তল্লাশি চালায় নৈহাটি জিআরপি। সেখানেই ছিল জিআরপি। অভিষেকের ব্যাগ খুলতেই দেখে ব্যাগ ভর্তি টাকা।
আরও পড়ুন: Congress: সোনিয়া আদৌ আমার নাম প্রস্তাব করেননি, গুজব ওড়ালেন মল্লিকার্জুন খাড়্গে
পুলিশ জানিয়েছে, যুবকের বাড়ি টিটাগড়ে। কিন্তু, এত টাকা কোথা থেকে এল, কোথায় নিয়ে যাচ্ছিল সে, তা নিয়ে জল্পনার তৈরি হয়েছে। তাকে টাকা সহ গ্রেফতারের পরই খবর যায় আয়কর দফতরের কাছে। নৈহাটি জিআরপিতে টাকা গোনার মেশিন আনা হয়। পুলিশের অনুমান, আরও টাকার পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।