Thursday, July 3, 2025
Homeআন্তর্জাতিকNarendra Modi: আর্থিক জরিমানা করতে হবে সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলিকে, প্রস্তাব মোদির

Narendra Modi: আর্থিক জরিমানা করতে হবে সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলিকে, প্রস্তাব মোদির

Follow Us :

সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলিকে আর্থিক জরিমানা করতে হবে। শুক্রবার  নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রস্তাব, সমস্ত ধরনের জঙ্গি হামলাকে সমানভাবে দমন করা দরকার। “নো মানি ফর টেরর” (No Money for Terror) শীর্ষক তৃতীয় মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে শুক্রবার এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। 

নিজের বক্তব্যে তিনি দাবি করেন, “জঙ্গি গোষ্ঠীগুলি(Terrorist Organisation) নানা মাধ্যম থেকে যে টাকা পায় তা সকলেই জানে। যার মধ্যে একটা হল বিভিন্ন রাষ্ট্রের মদত। কারণ কিছু দেশের বিদেশ নীতির মধ্যেই সন্ত্রাসবাদকে নানাভাবে মদত দেওয়ার ব্যবস্থা রাখা আছে। আর সে কারণেই জঙ্গি গোষ্ঠীগুলিকে রাজনৈতিক, আদর্শগত ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যায় তারা।” আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট নাম না করলেও পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছেন মোদি।

পাশাপাশি এদিন মৌলবাদের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারাই মৌলবাদের  সমর্থন করে তাদের কোনও দেশে স্থান নেই।” একইসঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে যে ঘনিষ্ঠ যোগাযোগের ব্যবস্থা রয়েছে তা ভাঙতে সব দেশকে একজোট হয়ে পদক্ষেপ করার পক্ষেও সওয়াল করেন মোদি।

প্রধানমন্ত্রীর প্রস্তাব, “সন্ত্রাসবাদকে (Terrorism) সম্পূর্ণ উপড়ে ফেলতে হলে বৃহত্তর ও পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া জরুরি। আর সে কারণে সব দেশকে নিজেদের জঙ্গিদের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পাশাপাশি তাদের অর্থের জোগান বন্ধ করতে হবে।”

শুক্রবার থেকে শুরু হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দিনের আন্তর্জাতিক বৈঠক (International Conference)। মোট ৭২টি দেশ ও সন্ত্রাস দমনের সঙ্গে যুক্ত ১৫টি সংস্থা ওই বৈঠকে যোগ দিয়েছে। কিন্তু সেই তালিকায় নেই পাকিস্তান, আফগানিস্তান, চিন। পাশাপাশি কাতার জানিয়েছে বিশ্বকাপের কারণে তারা সন্ত্রাস বিরোধী বৈঠকে যোগ দেবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় অর্থের জোগান কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে ছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে। 
 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39