Thursday, July 3, 2025
HomeকলকাতাRecruitment Scam Ed Ayans Shil | অয়নের বাড়ি থেকে উদ্ধার ওএমআর শিট,...

Recruitment Scam Ed Ayans Shil | অয়নের বাড়ি থেকে উদ্ধার ওএমআর শিট, পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি!

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি(Recruitment Scam) কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রমোটার (Promoter) অয়ন শীলকে (Ayans Shil) আটক করে জিজ্ঞাসাবাদ  করছে ইডি(Enforcement Directorate )। তাঁর সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও উদ্ধার হয়েছে অ্যাডমিট কার্ড-সহ নিয়োগ সংক্রান্ত একাধিক নথি। বেশ কিছু ওএমআর শিটও(OMR Sheet) উদ্ধার হয়েছে। তল্লাশি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অয়ন শীলকে (Ayans Shil)।

ইডি সূত্রে খবর, অয়নের সল্টলেকের অফিস থেকে মিলেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি। অফিসে থাকা কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক পরীক্ষা করে দেখা গিয়েছে, রাজ্যের একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে কম্পিউটারে। এমনকি কিছু চাকরিপ্রার্থী ও যারা চাকরি পেয়েছে তাদেরও নাম পাওয়া গিয়েছে। যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট যে, শুধু নিয়োগ দুর্নীতি নয়, একাধিক দুর্নীতির(Scam) সঙ্গে যুক্ত ছিলেন শান্তনু এবং তাঁর সহযোগীরা। এই বিষয়ে অয়নকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:Rahul Gandhi | রাহুল গান্ধীকে নতুন করে নোটিস জারি দিল্লি পুলিশের, বিষোদগার কংগ্রেস নেতার  

জানা গিয়েছে, সিনেমা প্রযোজনার সঙ্গেও জড়িত অয়ন। অয়নের পাশাপাশি তাঁর বাবা-মাকেও জেরা হয়েছে। কারণ উদ্ধার হওয়া একাধিক নথিতে অয়নের বাবা সই রয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁরই ঘনিষ্ঠ অয়নের সল্টলেকের অফিসে শনিবার রাত থেকেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এক জন প্রোমোটারের বাড়ি থেকে কীভাবে নিয়োগের নথি উদ্ধার হল, তা নিয়েই প্রশ্ন উঠছে। ইডি আধিকারিকরা জানতে চাইছেন, নিয়োগ দুর্নীতিতে সরাসরি তাঁর কোনও যোগ রয়েছে কিনা, সেই বিষয়ে। পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি কোনও টাকা নিয়েছিলেন কিনা বা নিলেও কী কারণে নিয়েছিলেন, এই সম্পর্কিত বিষয়গুলি জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate )আধিকারিকরা।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39