Thursday, July 3, 2025
Homeখেলাইন্ডিয়া নয়, ‘ভারত’ লেখা জার্সি পরে খেলুক কোহলিরা, জয় শাহের কাছে আবেদন...

ইন্ডিয়া নয়, ‘ভারত’ লেখা জার্সি পরে খেলুক কোহলিরা, জয় শাহের কাছে আবেদন সেওয়াগের 

Follow Us :

নয়াদিল্লি: দেশের নাম সরকারি ভাবে ‘ইন্ডিয়া’ (India) থেকে ‘ভারত’ (Bharat) করা নিয়ে কেন্দ্রীয় রাজনীতি উত্তাল। সেই উত্তাপের আঁচ পড়ল ক্রিকেটেও। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) চাইছেন আসন্ন বিশ্বকাপে (CWC 2023) বিরাট কোহলিদের (Virat Kohli) জার্সিতে ‘ইন্ডিয়া’ নয়, লেখা থাকুক ‘ভারত’। এই মর্মে বিসিসিআইয়ের (BCCI) কাছে আবেদন করেছেন নজফগড়ের নবাব। 

এই প্রসঙ্গে একের পর টুইটও করেছেন সেওয়াগ। মঙ্গলবার দুপুর ১.৪৯-এ টুইট করে তিনি লেখেন, আমি সবসময় বিশ্বাস করে এসেছি, নাম এমন হওয়া উচিত যা আমাদের মধ্যে গর্বের সঞ্চার করে। আমরা ভারতীয়, ইন্ডিয়া ব্রিটিশদের দেওয়া নাম। সরকারিভাবে আসল নাম ভারত করার দরকার ছিল অনেক আগেই। আমি বিসিসিআই এবং জয় শাহের (Jay Shah) কাছে আর্জি জানাচ্ছি, বিশ্বকাপে যেন আমাদের খেলোয়াড়দের বুকে ভারত লেখা থাকে।  

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম কত জানেন?

 

এর মিনিট দশেকের মধ্যেই সেওয়াগ ফের টুইট করে লেখেন, ১৯৯৬ সালে নেদারল্যান্ডস (Netherlands) ভারতে হল্যান্ড (Holland) নামে খেলতে এসেছিল। ২০০৩ সালে যখন তাদের সঙ্গে খেলা হয় নাম পরিবর্তন করে নেদারল্যান্ডস করে ফেলেছে তারা এবং সেটাই চলছে। ব্রিটিশদের দেওয়া বার্মা (Burma) নাম পরিবর্তন করে মায়ানমার (Myanmar) হয়েছে। আরও অনেকেই নিজেদের আসল নামে ফিরে গিয়েছে। 

 

ভারত নামের দাবি করে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন বীরু। এক ব্যক্তি লেখেন, “যদি মন জয় করা শিল্প হয় তবে আপনি তার পিকাসো, বীরু পাজি।” আর একজন লেখেন, “বিশ্বকাপে যখন আমাদের ক্রিকেটের দলের হয়ে, চন্দ্রযানের জন্য ইসরোর হয়ে এবং অন্যান্য নানা ঘটনায় গোটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া জয়ধ্বনি দিয়েছে, সেই স্মৃতি আমরা কী করে মুছে ফেলতে পারি? এটা রাজনীতি নয়, এটা আবেগের বিষয়।”

ইন্ডিয়া-ভারত বিতর্কের সূত্রপাত জি২০ (G20) অভ্যাগতদের ভারতের রাষ্ট্রপতি আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে। আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’। কোনও সরকারি অনুষ্ঠানে এই প্রথম রাষ্ট্রপ্রধানের ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হল। এ নিয়ে ইতিমধ্যেই সরকার এবং বিরোধী পক্ষের তরজা শুরু হয়েছে। তার আঁচ এসে পড়ল ক্রিকেটেও।   

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39