skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরহাজারদুয়ারির গেট আটকে বিক্ষোভ ক্ষুদ্র ব্যবসায়ীদের

হাজারদুয়ারির গেট আটকে বিক্ষোভ ক্ষুদ্র ব্যবসায়ীদের

Follow Us :

লালবাগ: হাজারদুয়ারির (Hazarduari) মেন গেট আটকে বিক্ষোভ শুরু করলেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা (Businessman)। মেন গেট বন্ধ করে দেওয়ার ফলে পর্যটকরা হাজারদুয়ারিতে ঢুকতে পারছেন না। সোমবার সকাল সাড়ে নটা থেকে  ‘ঐতিহাসিক মুর্শিদাবাদের পর্যটন শিল্প বাঁচাও’ স্লোগান দিয়ে হাজারদুয়ারির ক্ষুদ্র ব্যবসায়ী যৌথ মঞ্চ মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে।

তাদের অভিযোগ, ২০২২ সালের নভেম্বর মাস থেকে হাজারদুয়ারির সমস্ত বাগানের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর মাস দুয়েক আগে গঙ্গার ধারের গেট বন্ধ করে দিয়েছে হাজারদুয়ারি কর্তৃপক্ষ। পরে ওই গেট এলাকার লোকের সহযোগিতায় খুলে দেন ব্যবসায়ীরা। সোমবার হাজারদুয়ারি থেকে বেরিয়ে যাওয়ার পথের গেট হঠাৎ করে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। সমস্ত পর্যটক একটি মাত্র গেট দিয়ে ঢুকছেন। সেই গেট দিয়েই বাইরে বেরচ্ছেন। ফলে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। 

আরও পড়ুন:ট্রাফিক সিগন্যালেও জওয়ান? শাহরুখকে টেনে আনা হল পথ নিরাপত্তা সচেতনতাতেও

হাজারদুয়ারিতে প্রায় তিনশো ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। গঙ্গার ধারের গেট বন্ধ করে দেওয়ার কারণে সেই ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বারবার বলা সত্ত্বেও পড়েছেন কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তাঁরা হাজারদুয়ারির মেন গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেছেন। কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

RELATED ARTICLES

Most Popular