Homeরাজ্যরবীন্দ্রনাথের 'একলা চলো রে' এবং 'সজনি সজনি রাধিকা...' বাজবে দ্রৌপদীর নৈশভোজের সঙ্গীতানুষ্ঠানে

রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ এবং ‘সজনি সজনি রাধিকা…’ বাজবে দ্রৌপদীর নৈশভোজের সঙ্গীতানুষ্ঠানে

Follow Us :

জি ২০ সম্মেলনেও রবীন্দ্রনাথ ঠাকুর। বিদেশি অতিথিরা শুনবেন ভানুসিংহ ঠাকুরের পদাবলির রাগ বেহাগের উপর রচিত ‘সজনি সজনি রাধিকা লো…’। এছাড়াও দেশ রাগের উপর লেখা ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…।’ বাংলার ভাটিয়ালি সুরও ভেসে উঠবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আয়োজিত নৈশভোজের আগে সঙ্গীতানুষ্ঠানে।

রাজসভায় গুপী-বাঘার গানের মতোই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজেও থাকছে অপার বিনোদনের ব্যবস্থা। তবে ‘মহারাজা তোমারে সেলাম’ নয়, ‘বসুধৈব কুটুম্বকম’ গানের সুরে যোগ দেবেন দেশের ৭৮ জন শিল্পী। শনিবার দেশী-বিদেশি অতিথিবর্গের সামনে তিন ঘণ্টা ধরে নৃত্যগীতের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ভারতে বিভিন্ন রাজ্যের সুর ও নাচের শৈলীতে মোড়া হয়েছে এই অনুষ্ঠানকে। যেখানে ভাষা, সুর, নৃত্য, সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হবে রাষ্ট্রনেতাদের সামনে।

সুরমূর্চ্ছনার এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন সঙ্গীত নাটক আকাদেমির চেয়ারপার্সন সন্ধ্যা পুরেচা। নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কমপ্লেক্সে সন্ধ্যা ৬-৯টা পর্যন্ত চলবে সঙ্গীত-নৃত্যের এই মিশেল। 

১। দেশের বিভিন্ন জায়গা থেকে বাছাই করা ৭৮ জন বাদ্যকার সমবেতভাবে বাজাবেন।

২। ৩৪টি হিন্দুস্তানি বাজনা, ১৮টি কর্নাটকি এবং ৪০টি লোকসঙ্গীতের বাজনা বাজানো হবে।

৩। ১১ জন শিশুশিল্পী, ১৩ জন মহিলা, ৭ জন দিব্যাঙ্গ, ২৬ জন যুবক এবং ২১ জন প্রবীণ শিল্পী অনুষ্ঠানে যোগ দেবেন।

৪। বিলম্বিত লয়, মধ্য লয় এবং দ্রুত লয়ে গিয়ে সঙ্গীত শেষ হবে।

৫। জি ২০ সম্মেলন উপলক্ষে এটাই একমাত্র বিনোদন অনুষ্ঠান।

৬। সুরমূর্চ্ছনায় যে যে বাদ্যযন্ত্র বাজবে সেগুলি হল, সুরবাহার, জলতরঙ্গ, নলতরঙ্গ, বিচিত্র বীণা, রুদ্রবীণা, সরস্বতী বীণা, ধাংলি, সুন্দরি, ভাপাং এবং দিলরুবা।

৭। অনুষ্ঠানের একেবারে শেষে বেজে উঠবে বসুধৈব কুটুম্বকম। তার আগে নাচগানের সঙ্গে বাজবে মিলে সুর মেরা তুমহারা গানটির সুরও।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | বাঁকুড়াতে কোন দল এগিয়ে?
05:54
Video thumbnail
আজকে (Aajke) | আবার ডাহা মিথ্যে বলছেন সাংসদ শান্তনু ঠাকুর
09:58
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | সুরাতের পরে ইন্দোর, কিসের ইঙ্গিত?
14:33
Video thumbnail
Politics | পলিটিক্স (30 April, 2024)
17:13
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | হিসেব দিইনি, প্রমাণ দিন, শাহকে তোপ মমতার
53:19
Video thumbnail
নারদ নারদ | গঙ্গা ভাঙনে অব্যাহত শাসক-বিরোধী তরজা, জঙ্গিপুরের সভায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
16:26
Video thumbnail
সেরা ১০ | শহরে তাপমাত্রার নয়া রেকর্ড, মধ্য কলকাতায় তাপপ্রবাহে মৃত্যু এক যুবকের
16:31
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | সিপিএম এর বড় বন্ধু বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়
05:14
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ
13:02
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | রেভান্না ইস্যুতে কড়া অবস্থান শাহের
11:48