কলকাতা: বিগত কিছুদিনে দেশে কোভিড (Covid) সংক্রমণের সংখ্যাটা বেড়েই চলেছে। রাজ্য স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও (West Bengal) আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
গত সপ্তাহের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Bihar), ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই চারটি জেলা এখনও করোনাশূন্য। এদিকে কোভিড পজ়িটিভিটির হার পশ্চিম মেদিনীপুর ৭.২৭, কলকাতায় ৬.৮৪। উত্তর ২৪ পরগনা ৪.৭৭, নদিয়া ৪.৫৫, উত্তর দিনাজপুর ৩.৩৩, বীরভূম ৩.১৩, বাঁকুড়া ২.০, পুরুলিয়া ২.০, দক্ষিণ দিনাজপুর ৩.০৯, হাওড়া ২.৩৬।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। কোভিডের নতুন সংক্রমণে দিল্লিতে মৃত্যুও ঘটনাও ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে সারা দেশের হাসপাতালগুলোতে মক ড্রিল করা হচ্ছে।
আরও পড়ুন: Mamata Banerjee | ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি খায় না মাথায় দেয়, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
কোভিড ভ্যারিয়েন্ট XBB.1.16-এটাই এখন কোভিড সংক্রমণের বৃদ্ধির জন্য দায়ী বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, সংক্রমণ বৃদ্ধি পেলেও সেভাবে হাসপাতালে ভর্তির ঘটনা কম দেখা যাচ্ছে কারণ টিকা নেওয়ার ফলে মানুষের শরীরে কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। তবে সাবধান থাকার বার্তা দিয়েছেন তাঁরা, ভিড়ের মধ্যে মাস্ক পরতে বলছেন এবং টিকা না নেওয়া হয়ে থাকলে তা নিয়ে নিতে বলছেন।