
কলকাতা: পুজোর (Durga Puja) সময়ে শুধু নিজের জন্য কেনাকাটা (Shopping) করলে হবে! এই উৎসব তো আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব৷ নিজের সাধ্য অনুযায়ী প্রিয়জনদের হাতে উপহার তুলে দিতে ইচ্ছা সবারই থাকে। বাঙালিদের মধ্যে যদিও পুজোর সময়ে আত্মীয়, বন্ধু-বান্ধবদের মধ্যে জামাকাপড় আদানপ্রদান করাই রীতি।
বাবা-মা
কারোর জন্য কেনাকাটি হোক বা না হোক বাবা-মায়ের জন্য কিন্তু নিজের সামর্থ অনুযায়ী সকলেই কেনাকাটি করে। সুতরাং উপহার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাবা-মা সবার আগেই থাকে। বাবাকে দিতে পারেন ধুতি-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, কুর্তা বা আপনার বাবার পছনের কোনও জিনিস। মায়ের ক্ষেত্রে অবশ্যি প্রথমে আসে শাড়ি। এছাড়াও অন্য কোনও জিনিসও কিন্তু দিতেই পারেন। আপনি যাই দেবেন সেটার পছন্দ হবে।
আরও পড়ুন: পুজোয় কবজি ডুবিয়ে খাওয়া, বাড়িতেই বানান এই পদগুলো
প্রিয় মানুষ
প্রিয় মানুষের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই। যা দেবেন সেটা ভাল লাগবে। তবে আপনি চাইলে জামা-কাপড়, ঘড়ি, পেনডেন্ট, ব্যাগ দিতেই পারেন। তবে মেয়েদের ক্ষেত্রেও এই উপহার দেওয়া যায়। এছাড়াও আপনি চাইলে শপিং করাতে নিয়ে যেতে পারেন। তাহলে আপনার প্রিয় বান্ধবী একটু বেশিই হয়তো খুশি হবে, যদি তিনি শপিং করতে ভালোবাসেন। এছাড়াও মেকআপের সরজ্জামও কিন্তু অনেয়েশেই দিতে পারেন উপহার হিসেবে।
বোন-ভাই
পুজোর সময় বাজেট বুঝেই সবার জন্য উপহার কিনতে হবে৷ আপনার বোনেরা সাজতে ভালোবাসলে তাঁদের দিতে পারেন ব্যাগ, পারফিউম, জামা-কাপড়, লিপস্টিক, নেলপসিসের সেট, অন্য কোনও মেকআপের সরজ্জাম বা বইও৷ বাজেট রাখুন ২৫০-৩৫০ টাকা৷ আবার ভাইদের দিতে পারেন হেডফোন, শার্ট, মোবাইল ফোনের কভার, পারফিউম, গানের সিডির কালেকশন বা বইও।
অন্য খবর দেখুন: