Sunday, June 29, 2025
HomeCurrent NewsAries Horoscope 2022: মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে ২০২২?

Aries Horoscope 2022: মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে ২০২২?

Follow Us :

 প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল। মেষ  রাশির জাতক- জাতিকাদের জন্য কেমন কেমন হবে ২০২২ দেখে নিন-

মেষ রাশি ২০২২

আপনি প্রাণবন্ত থাকলেও বছরের শুরুটা তেমন কিছু উল্লেখ্যযোগ্য হবে না। বরং জীবন কিছুটা ধীর গতিতেই চলবে। একুশের কিছু তিক্ততা বা সমস্যা সঙ্গে নিয়েই বাইশে আগমন হবে মেষ রাশির জাতক-জাতিকাদের। সহজে সাফল্য মিলবে না। তবে একরোখা মনোভাব, কঠোর পরিশ্রম ও ধৈর্য্যে কার্য সিদ্ধি হবেই।

কেমন হবে কেরিয়ার

কেরিয়ারের দিকে বাড়তি নজর দিতে হবে না হলে সমস্যা হতে পারে। তাই কেরিয়ার নিয়ে পরিবর্তনের ভাবনাচিন্তা থাকলে বছরের প্রথম দিকটা কাটিয়ে তার পর কোনও পদক্ষেপ নিন। বছরের প্রথমার্ধে চাকরিতে কোনও রকম বদলের জন্য একদমই ঠিক সময় নয়।  

পড়াশোনার জন্য কতটা শুভ নতুন বছর

পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও এ বছর তেমন ভাবে শুভ নয়।

তবে যে সব ছাত্রছাত্রী এ বছর বোর্ড পরীক্ষা দেবেন তাদের জন্য সময়টা অনুকূল। তবে পরিশ্রমে যেন কোনও ঘাটতি না হয় সে কথাও মনে রাখতে হবে।

স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে

স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। এ বছর শারীরিক কোনও সমস্যা তৈরি হলে তা আপনাকে দীর্ঘদিন ভোগাবে। তাই এ বছর স্বাস্থ্য নিয়ে বাড়তি যত্ন নিতে হবে। প্রয়োজনে নিত্যদিনের জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। শরীরচর্চা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার দিকে নজর রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে গড়িমসি করবেন না বিপদ বাড়বে।

আর্থিক সচ্ছলতা না পকেটে টান?

নতুন বছরে খরচ বাড়বে। তবে এই খরচ যেন সঠিক জায়গায় হয় সেটা মাথায় রাখতে হবে। আজে বাজে জিনিসে টাকা খরচ না করে বিষয় সম্পত্তিতে বা বহুমূল্য সম্পদে পুঁজি খরচ করলে উপকৃত হবেন। ডায়মন্ড, সোনা ও রুপো, প্রপার্টি  ও নানা ব্যাঙ্ক স্কিমে লগ্নি করলে ভাল লাভ পেতে পারেন।  

প্রেম ও বিয়ের জন্য কেমন হবে নতুন বছর

প্রেমের জন্য এই বছর খুবই শুভ। পছন্দের মানুষকে অবশেষে খুঁজে পাবেন। তবে বিয়ের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোতে হবে। বিয়ের জন্য এ বছর তেমন শুভ নয়। বরং নতুন প্রেমে পড়লে কিংবা প্রেম সম্প্রর্কে থাকলে এ বছর সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করুন। সময় দিন।

মোটের ওপর মেষ রাশির জাতকদের জন্য এ বছর তেমন কিছু উল্লেখ্যযোগ্য হবে না। বরং স্বাস্থ্য, কেরিয়ার নিয়ে সতর্ক থাকতে হবে। বাড়তি যত্ন নিতে হবে দুক্ষেত্রেই। বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে ভাল করে সব জেনেবুঝে নিতে হবে।

আরও পড়ুন: বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে ২০২২?

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39