Thursday, July 3, 2025
Homeআন্তর্জাতিকLush Cosmetics: নষ্ট হচ্ছে গ্রাহকদের মানসিক শান্তি, সোশাল মিডিয়া থেকে বিদায়...

Lush Cosmetics: নষ্ট হচ্ছে গ্রাহকদের মানসিক শান্তি, সোশাল মিডিয়া থেকে বিদায় নিল বিখ্যাত কসমেটিক্স ব্র্যান্ড

Follow Us :

একদিকে যখন সোশাল মিডিয়ায় আরও বেশি করে নিজেদের জাহির করতে মরিয়া নামী দামী ব্র্যান্ডগুলি।  বাজিমাত করতে কাজে লাগানো হচ্ছে  শ’য়ে শ’য়ে সোশাল মিডিয়া ইনফ্লুয়েনসাদের। ঠিক তখনই সোশাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিল স্নান পণ্য বিপণনী ব্র্যান্ড লাশ কসমেটিক্স (Lush Cosmetics)। গ্রাহকদের মেন্টাল ওয়েল বিইংয়ের (mental well-being)কথা ভেবে  এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

“দীর্ঘদিন ধরে অবহেলিত মানসিক স্বাস্থ্যের বিষয়টি। উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোর সমস্যা আরও কঠিন। করোনকালে আরও কয়েকগুন বেড়েছে মানসিক স্বাস্থ্যের সমস্যা। এতে ঘৃতাহুতির মত কাজ করেছে সোশাল মিডিয়া। বিশ্বব্যাপি এই সমস্যা আরও গভীর হয়েছে। তাই বিশ্ব দরবারে এখন বহু আলোচিত বিষয়গুলির অন্যতম মেন্টাল হেলথ(mental health) বা মেন্টাল ওয়েল বিং(mental well being)।  আর এর গুরুদায়িত্ব পড়ে বিশ্বের নামী দামী ব্র্যান্ডেরগুলোর ওপরও। মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষকে অনেক সহজেই সচেতন করতে এদের দৃষ্টান্তমূলক কোনও পদক্ষেপ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lush Cosmetics North America (@lushcosmetics)

এই বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত লাশ কসমেটিক্সের(Lush Cosmetics) । চলতি সপ্তাহে ফেসবুক(Facebook), ইনস্টাগ্রাম(Instagram), টিকটক(TikTok) ও স্ন্যাপচ্যাটের (Snapchat)মত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিদায় প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে লাশ কসমেটিক্স  । সংস্থার তরফে আরও বলা হয় যতদিন পর্যন্ত ব্যবহারকারীদের জন্য সুরক্ষিত পরিবেশ দিতে ব্যর্থ থাকবে  এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ততদিন পর্যন্ত সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ থাকবে।

আজকের দিনে যখন সোশাল মিডিয়ায় নিজেদের বেশি করে তুলে ধরতে কোনও কিছুতেই কোনও কসুর  রাখছে ব্র্যান্ডগুলো ঠিক তখন এরকম একটা  পদক্ষেপ অনেকেটাই উদ্ভট একটা সিদ্ধান্ত বলে মনে করছেন।

তবে  নিজেদের অবস্থা অনড় সংস্থার কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিশ্বের ৪৮টি দেশে যেখানে যেখানে লাশ কসমেটিক্সের শাখা আছে প্রত্যেকের ক্ষেত্রেই এই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lush Cosmetics North America (@lushcosmetics)

যেভাবে জলবায়ু পরিবর্তনকে এড়িয়ে যাওয়া হয়েছে। কোনও গুরুত্ব না দিয়ে সামান্য বিষয় হিসেবে দেখা হয়েছে ঠিক সেই ভাবেই মানসিক স্বাস্থ্যের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে সংস্থার তরফে জারি করা বিবৃতিতে উল্ল্যেখ করা হয়েছে।  তাই বাকিদের জন্য আর প্রতিক্ষা না করে নিজে থেকেই দায়িত্ব নিয়ে সমস্যার সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে চায় লাশ কসমেটিক্স বলে বিবৃতিতে আরও জানানো হয়।

 কোভিড অতিমারির শুরুতেই সোশাল মিডিয়ায় উপচে পড়ে গৃহবন্দি ও আতঙ্কিত মানুষের ভিড়। সেখানে থেকেই সোশাল মিডিয়ার আশক্তি, আশক্তির ফলে নানা দুর্ঘটনা, ট্রোলিং, সাইবার বুলিংয়ের মত বিষয়গুলো মাথাব্যাথার কারন হয়ে পড়েছে। করোনার আতঙ্ক কাটিয়ে জীবন কোথাও কোথাও স্বাভাবিক হলেও ইন্টারনেটের আশক্তি কমেনি। উল্টে বেড়েছে আরও  কয়েক গুন।  

লাশ কসমেটিক্সের চিফ ডিজিটাল অফিসার ও প্রোডাক্ট ইনভেন্টর জ্যাক কনস্ট্যানটিন বলেন, বাথ বম্বের সৃষ্টিকর্তা হিসেবে, আমি আমার সব রকম বুদ্ধি ও ক্ষমতা দিয়ে এমন সব সামগ্রী বানাই যা ব্যবহার করে মানুষ আরাম পান, দৈনন্দিন ক্লান্তি বা স্ট্রেস দূরে সরে নিজের যত্ন নেয়। কিন্তু এই সোশাল মিডিয়ার আমার ইচ্ছের ঠিক উলটো কাজ করে। এদের অ্যালগোরিদম এমন ভাবে তৈরি যে মানুষ বিশ্রান না নিয়ে, নিজের জন্য সময় বার না করে সারাক্ষণ নেট ঘাঁটতে ব্যস্ত।

ক্রুয়েলটি ফ্রি এবং অর্গানিক স্নান পণ্যের জন্য বিখ্যাত এই বিপণণ সংস্থা, লাশ কসমেটিক্সের বর্তমানে ইনস্টাগ্রামে ৪০কোটি ফলোয়ার্স এবং ফেসবুকে ১২০ কোটি ফলোয়ার্স রয়েছে।  

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39