মইনপুরি: যোগীরাজ্যে নৃশংস কাণ্ড। জীবন্ত জ্বালানো হয়েছে ধর্ষিতা নাবালিকাকে (minor girl)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরি জেলার কুরাবলি পুলিশ থানার অন্তর্গত অঞ্চলে। পকসো আইনে (Pocso Act) তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতা নাবালিকা গর্ভবতী ছিল।
সূত্রের খবর, ওই গর্ভবতী (pregnant) নাবালিকাকে তিন মাস আগে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার (burnt alive) চেষ্টার অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: Nirmala Sitharaman: নির্মলা সীতারমন সবজি বাজারে, রাঙা আলু, করলা দর করলেন, কিনলেনও
নাবালিকার মায়ের অভিযোগ তাঁর মেয়েকে তিন মাস আগে অভিষেক নামে একজন ধর্ষণ করে। সে ওই গ্রামেরই বাসিন্দা। কিন্তু সেই সময় পরিবারের কাছে ধর্ষণ হওয়ার কথা কিছুই জানায়নি ওই নাবালিকা। পরে পেটে প্রচণ্ড ব্যথা ওঠার পর বিষয়টি জানাজানি হয়। জানা যায় যে নাবালিকা গর্ভবতী। তারপরই স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ করা হয়। ৬ অক্টোবর পঞ্চায়েত তাদের সিদ্ধান্তে জানায়, ধর্ষিতা নাবালিকা এবং অভিযুক্তকে বিয়ে দেওয়া হবে।
মৃত নাবালিকার মায়ের আরও অভিযোগ, অভিযুক্ত তাঁর মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার গায়ে পেট্রোল (petrol) ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় জ্যান্ত পুড়িয়ে মারার উদ্দেশ্যে।
পীড়িতা গর্ভবতী নাবালিকাকে দ্বগ্ধ অবস্থায় মইনপুরি জেলা (Mainpuri District) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সইফাইতে রেফার করা হয়েছে। পীড়িতার মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির আওতায় ধারা ৩০৭, ৩৭৬ এবং পকসো আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে এবং শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে।