বুলদানা: মহারাষ্ট্রে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) জনজোয়ার। কংগ্রেস সমর্থক ছাড়াও বহু সাধারণ মানুষ রাহুলের (Rahul Gandhi) সঙ্গে পা মেলাচ্ছেন। হাঁটছেন অনেক বিশিষ্টজনও। শুক্রবার সকাল ৬টায় যাত্রা শুরু হয় আকোলা জেলার বালাপুর থেকে। দু-তিন ঘণ্টার মধ্যে সেই যাত্রা এসে পৌঁছয় বুলদানা জেলার শেগাঁওতে। সেখানে রাহুলের (Rahul Gandhi) সঙ্গে যোগ দেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী (Tushar Gandhi)। জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর পরবর্তী প্রজন্মের বংশধররা যাত্রায় শামিল হওয়ায় কংগ্রেসের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রাহুল-তুযারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে কংগ্রেস বলছে, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্মী থাকল শেগাঁও। গতকালই তুষার গান্ধী (Tushar Gandhi) টুইট করে শুক্রবার রাহুলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। শেগাঁও হল তাঁর জন্মস্থান।টুইটে তারও উল্লেখ করেছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র। ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) এই বিপুল সমাবেশ দেখে উচ্ছ্বসিত মহারাষ্ট্রের কংগ্রেস নেতারা। এই ভিড়ে নবীন প্রজন্মের উপস্থিতিও চোখে পড়ার মতো। মহারাষ্ট্রে কংগ্রেসর এই ভারত জোড়ো যাত্রার সাক্ষ্মী কলকাতা টিভিও। কলকাতা টিভির প্রতিনিধি সুচন্দ্রিমা তুলে ধরলেন নবীন প্রজন্মের বক্তব্য। দেখুন ভিডিয়ো-
Html code here! Replace this with any non empty text and that's it.