Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDigital Rupee launch: নোট কয়েন রাখার মানিব্যাগ খাতার পাতায়, এবার দেশে চালু...

Digital Rupee launch: নোট কয়েন রাখার মানিব্যাগ খাতার পাতায়, এবার দেশে চালু হল ডিজিটাল রুপি

Follow Us :

কলকাতা:  ঐতিহাসিক দিন। ডিজিটাল যুগের সূচনা। যাই বলা হোক না কেন বৃহস্পতিবার থেকে মুদ্রা ব্যবস্থায় বৈপ্লবিক যাত্রা শুরু হল। আজ, বৃহস্পতিবার থেকে দেশে চালু হল ডিজিটাল রুপি (Digital Rupee) । ওয়ালেটে, মানিব্যাগে টাকা রাখার দিন শেষের ইঙ্গিত। পূর্ব ঘোষণা মতোই যাত্রা শুরু সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি-র (Cbdc)। আপাতত চার ভারতীয় ব্যাঙ্কে মিলবে ভারতের এই ডিজিটাল কারেন্সি। এই চারটি ব্যাঙ্ক হল-এসবিআই (SBI), আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক, ইয়েস (YES) ব্যাঙ্ক ও আইডিএফসি(IDFC) ফার্স্ট ব্যাঙ্ক। 
তারপর ধাপে ধাপে অন্য ব্যাঙ্কগুলিকে এর সঙ্গে জোড়া হবে। এখনও পর্যন্ত ঠিক রয়েছে পরে এই ব্যবস্থায় যুক্ত হবে ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক। আপাতত মুম্বই (MUMBAI), নয়াদিল্লি (NEWDELHI), বেঙ্গালুরু (BENGALORE) ও ভুবনেশ্বর (BHUBANESWAR)-এই চারটি শহরে এই পরিষেবা মিলবে। পরে ডিজিটাল রুপি পরিষেবা দেশের অন্যত্রও ছড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: WhatsApp “Message Yourself”: হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ‘মেসেজ ইওরসেলফ’
একসময় হাঁড়ি, কলসি, গরু সহ বিভিন্ন সামগ্রীর বিনিময় প্রথার মাধ্যমে দৈনন্দিন প্রয়োজন মেটানো হত। তারপর হল মুদ্রার প্রচলন। বিভিন্ন সময়ে ভারতে বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবস্থা এসেছে। যার সঙ্গে একেকজন শাসকের ইতিহাস জড়িয়ে রয়েছে। এবার এল ডিজিটাল রুপি। যা অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিল। এর ফলে মোবাইলে, কম্পিউটারের মাধ্যমে ওই টাকা বিনিময় করা যাবে। প্রশ্ন উঠতে পারে, এখন তো বিভিন্ন অ্যাপ নির্ভর ইন্টারনেট পরিষেবার মাধ্যমে টাকা পাঠানো যায়। তাহলে এটা আলাদা কী?  এটা একেবারে ব্যাঙ্ক নোটের ডিজিটাল ফর্ম। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি নিয়ন্ত্রণ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এর নিয়ন্ত্রণে বিকেন্দ্রীকরণ (Decentralised) হচ্ছে না। প্রয়োজনে ব্যাঙ্কে গিয়ে এই ডিজিটাল রুপি ক্যাশ করে নেওয়া যাবে। জমা রাখা, তোলা সব করা যাবে। এখনকার দিনে ভার্চুয়াল কারেন্সির (Virtual Currency) জনপ্রিয়তা বাড়ছে সেজন্যই এই পদক্ষেপ আরও এগিয়ে যাওয়া। তবে এর ভালো-মন্দ গতিপ্রকৃতি কী হবে তা অবশ্য সময়ই জবাব দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

RELATED ARTICLES

Most Popular