Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাEPFO Hikes Interest | পিএফের সুদের হার বাড়ল, কতটা জানেন?

EPFO Hikes Interest | পিএফের সুদের হার বাড়ল, কতটা জানেন?

Follow Us :

নয়াদিল্লি: পিএফের (PF) সুদ বাড়ল। ২০২২-‘২৩ সালের জন্য সুদের হার (Interest Rate) বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। গতবছর (২০২১-‘২২) সালে যা ছিল ৮.১ শতাংশ। চার দশকের মধ্যে যা ছিল সর্বনিম্ন। মঙ্গলবার দি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের সবুজ সংকেতে কেন্দ্রীয় সরকার সুদের হারের বিষয়ে সম্মত হলে এপিএফও এই ঘোষণা করে। প্রসঙ্গত, চলতি বছর ও আগামী বছর মোটামুটিভাবে ভোটের বছর বলা যায়। তার আগে দেশের পিএফ এবং ফ্যামিলি পেনশনের আওতাভুক্ত কয়েক কোটি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা কেন্দ্রের।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির বৈঠকে সুদের হার বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তা অর্থ মন্ত্রকের দরজা ঘুরে সরকারি সিলমোহরের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যাবে। সেখানে অনুমোদন পেলেই তা কার্যকর হবে। সরকারের অনুমতির পরেই ৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকে যাবে।

আরও পড়ুন: Nisith Pramanik | নিশীথের কনভয়ে হামলা, সিবিআই তদন্তের নির্দেশ

প্রসঙ্গত ২০২০ সালে মার্চে ইপিএফও প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত রাশির সুদের হার সাত বছর পর কমিয়ে ছিল। ২০১৮-১৯ সালে যেখানে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়া হয়েছিল, সেখানে তার পরের বছরই কমিয়ে সাড়ে ৮ শতাংশ করা হয়।

উল্লেখ্য, গৌতম আদানির কোম্পানিতে এলআইসি, এসবিআই এবং পিএফের টাকা বিনিয়োগ করা নিয়ে সরকার বিরোধী দলগুলি বেশকিছু ধরেই সোচ্চার। বিশেষ করে হিন্ডেরবার্গ রিপোর্ট নিয়ে বাজেট অধিবেশনে সংসদ উত্তাল হচ্ছে প্রায় রোজই। সেখানে এবছর পিএফ-এর সুদের হার বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদ এবং রাজনীতিকদের মধ্যে নানা মুনির নানা মত সামনে আসছে।

কেউ কেউ বলছেন, এবছর ও আগামী বছর জুড়ে বিভিন্ন সময় ভোট রয়েছে। তাই কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়। এবার পিএফে সুদ বাড়িয়ে ভোটবাক্সে থাবা বসাতে চাইছে। আবার অন্য পক্ষের মত হচ্ছে, যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে তাতে মানুষের সঞ্চয় ক্ষমতা কমে যাচ্ছে। যার ফলে সুদূরপ্রসারী কুফলের মুখোমুখি হতে পারে দেশ। তাছাড়াও আপাতত সুদ বাড়িয়ে পুঁজি বাড়ানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) ৪ শতাংশ ডিএ বৃদ্ধির( DA Increased)  সিদ্ধান্ত নেয় কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকে(Cabinet Meeting) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। সরকারের এই সিদ্ধান্তে এখন কেন্দ্রীয় কর্মীরা ৪২ শতাংশ ডিএ(42 percent DA) সুবিধা পাবেন। এর আগে কর্মচারীরা ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিএ পেতেন। চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন হারে এই মহার্ঘ ভাতা (DA) কার্যকর হবে। এই বাড়তি ডিএ-এর সুবিধা পেনশনভোগীরাও(Pensioners) পাবেন।কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | ডোমজুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার
02:07
Video thumbnail
Kapil Sibal | সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে বড় জয় কপিল সিব্বালের, চতুর্থবার সভাপতি পদে
01:03
Video thumbnail
Purba Medinipur | পূর্ব মেদিনীপুরে সিবিআই, কাঁথিতে ভোটের আগেই দুই তৃণমূল নেতার বাড়িতে হানা
04:11
Video thumbnail
Patharpratima | বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড পাথরপ্রতিমায়
02:10
Video thumbnail
Sitalkuchi | ফের উত্তপ্ত শীতলকুচি, পঞ্চায়েত প্রধানকে লক্ষ করে 'গু*লি'
04:33
Video thumbnail
I.N.D.I.A Alliance | জোট নিয়ে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? বাংলায় TMC বিরুদ্ধে লড়াই বাম-কংগ্রেসের
02:36
Video thumbnail
Abhishek Banerjee | ভোটপ্রচারে আজ জোড়া সভা অভিষেকের, হুগলিতে রচনা ব্যানার্জির সমর্থনে সভা
01:06
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | সাজদা আহমেদ পরিযায়ী পাখি: অরুণোদয় পাল চৌধুরী, পাল্টা কী বললেন তৃণমূল প্রার্থী
08:45
Video thumbnail
CBI | সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই, ভোট পরবর্তী হিংসার অভিযোগে হানা
00:47
Video thumbnail
Purba Medinipur | CBI-র নজরে পূর্ব মেদিনীপুরের ২ TMC নেতা, মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই
01:20