উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। পুলিস এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিস জানায়, বুধবার রাতে দীপক নামে ওই যুবককে প্রতিবেশী কয়েকজন লোক ফোন করে বাড়ি থেকে ডেকে আনে। দীপক বাইরে এলে ওই লোকেরা তাঁকে পিটিয়ে মেরে ফেলে। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তারা চলে যায়। পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছেন।
ঘটনা বরাবাঁকি জেলার সুবেহা থানা এলাকার। পুলিস জানিয়েছে, বছর তিরিশের দীপকের দুবছর আগে বিয়ে হয়। তাঁদের কোনও সন্তান নেই। বিয়ের পর থেকে তাঁরা ইন্দোরে থাকতেন। গত ৫ জুন পরিবার নিয়ে দীপক সুবেহা থানার ওহরামক্ত এলাকায় আসেন। পুলিস অফিসার মনোজ কুমার পাণ্ডে জানান, কিসান যাদব নামে দীপকের এক প্রতিবেশীর সঙ্গে তাঁর গোলমাল হয়েছিল মঙ্গলবার। বুধবার কিসান এবং আরও কয়েকজন দীপককে বাইরে ডাকে। দীপক বাইরে আসতেই কিসানের দলবল বাঁশ, রড নিয়ে তাঁর উপর হামলা চালায়। হাসপাতালে নিয়ে গেলে দীপককে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃতের ভাইপো দীনেশ কুমার যাদব জানান, গোলমাল শুনে বাইরে এসে তিনি দেখেন, কয়েকজন মিলে কাকাকে লাঠি, বাঁশ, রড দিয়ে মারছে। তিনি হইহল্লা জুড়ে দেওয়ায় দুষ্কৃতীরা পালায়। পরে পুলিসে খবর দেওয়া হয়। বিরাট পুলিস বাহিনী আসে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Calcutta HC: প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়ম, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের