মুম্বই: ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মহারাষ্ট্রে (Maharashtra) রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে। ইন্ডিয়া (INDIA) জোটের কাছে ধরাশায়ী হয়েছিল এনডিএ (NDA)। হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজেপি (BJP)। বিধান পরিষদের (MLC) ভোটে এনডিএ বড় ব্যবধানে জিতলেও বিধানসভা উপ-নির্বাচনে ফের ধাক্কা লেগেছে।
এ বছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Elections)। কাজেই এখন থেকে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি। শোনা যাচ্ছে, মহাগুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে তারা। বৈঠকে বসবেন পদ্মশিবিরের দুই হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendra Yadav) এবং অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। জোটসঙ্গী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনা (Shiv Sena) এবং অজিত পওয়ারের (Ajit Pawar) এনসিপির (NCP) সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করবেন তাঁরা।
আরও পড়ুন: অনেকগুলি সিম কার্ড ব্যবহার করছেন? হতে পারে শাস্তি
এদিকে অজিত পওয়ার গোষ্ঠীর হেভিওয়েট নেতা ছগন ভুজবলকে (Chagan Bhujbal) নিয়ে নতুন জল্পনা ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি শরদ পওয়ারের সঙ্গে দেখা করতে চলেছেন। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই জল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনে হার সত্ত্বেও স্ত্রী সুনেত্রাকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছিলেন অজিত পওয়ার। সেই সময় থেকেই অজিতের সঙ্গে তাঁর সংঘাত। সেই থেকেই শরদ পওয়ার গোষ্ঠীতে প্রত্যাবর্তনের জল্পনা চলছেন।
দেখুন অন্য খবর: