কলকাতা: আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে হরিয়ানার বিধানসভা নির্বাচন (Haryana Assembly Elections 2024)। তার কিছুদিন আগেই ফের প্যারোলে মুক্তি পেতে চলেছেন ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim Singh)। এই নিয়ে চার বছরে ১৫ বার মুক্তি পেতে চলেছেন তিনি। তবে নির্বাচনের আবহে এবারের প্যারোলের গুরুত্ব আলাদা। সে কারণেই রাম রহিমের মুক্তির বিরোধিতা করে নির্বাচন কমিশনে (ECI) চিঠি দিল কংগ্রেস (Congress)।
কংগ্রেসের দাবি, ডেরা সাচা সওদার প্রধান নির্বাচন প্রভাবিত করতে পারেন। নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজ্যে আদর্শ আচরণ বিধি জারি হয়েছে। এ অবস্থায় রাম রহিমের মুক্তি পাওয়া উচিত নয়। কারণ রাজ্যে তাঁর বহু অনুগামী। তাছাড়া একজন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আসামি কী করে চার বছরে ১৫ বার প্যারোল পান, তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।
আরও পড়ুন: নিজের রিভলভার থেকে গুলি ছুটে আহত গোবিন্দা!
দেখুন অন্য খবর: