skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশCovid 19 Vaccination: ১২-১৪ বছর বয়সি শিশুদের টিকাকরণ বুধবার থেকে, ষাটোর্ধ্বদের বুস্টার

Covid 19 Vaccination: ১২-১৪ বছর বয়সি শিশুদের টিকাকরণ বুধবার থেকে, ষাটোর্ধ্বদের বুস্টার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। আগামী ১৬ মার্চ, বুধবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনা টিকা দেওয়া শুরু হবে দেশ জুড়ে। এছাড়াও এদিন থেকেই ৬০ এর বেশি বয়সি মানুষরাও পাবেন বুস্টার ডোজ। এমনটাই টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

সোমবার  টুইটে তিনি জানান, ‘শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদ! আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ১৬ই মার্চ থেকে, ১২ থেকে ১৩ এবং ১৩ থেকে ১৪ বছর বয়সি শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সি সবাই এখন থেকে বুস্টার ডোজ পাবেন। আমি শিশুদের পরিবার এবং ৬০ বছরের বেশি বয়সের লোকদের অনুরোধ করছি ভ্যাকসিন নিয়ে নেওয়ার’৷

বড়দিনে (Christmas Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সিদের জন্য করোনা ভ্যাকসিনেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতোই ৩ জানুয়ারি ২০২২ থেকে প্রথম পর্যায়ে ১৫-১৮ বছর বয়সিদের ভ্যক্সিনেশন পক্রিয়া শুরু হয়েছিল। এরপর থেকে এখনও পর্যন্ত ৩,৩৭,৭০,৬০৫ শিশুকে  ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Modi-Obama: কোভিড পজিটিভ ওবামার দ্রুত আরোগ্য কামনায় টুইট মোদির

বুধবার থেকে দ্বিতীয় পর্যায়ে ১২-১৪ বছর বয়সি শিশুদের Corbevax ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন তৈরি করেছে হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভান্স নামক একটি সংস্থা। এই টুইটে স্বাস্থ্যমন্ত্রী বয়স্কদের বুস্টার টিকা দেওয়ার ঘোষণাও করেছেন। আগে শুধুমাত্র কোমর্বিডিটি থাকা ব্যক্তিরাই করোনা টিকার বুস্টার ডোজ পেতেন। তবে, নতুন ঘোষণা অনুযায়ী, সমস্ত ষাটোর্ধ্বরাই বুস্টার ডোজ পাবেন।

RELATED ARTICLES

Most Popular