আগরতলা: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। ট্র্যাক থেকে ছিটকে গেল ট্রেন। বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার কাছে লাইনচ্যুত হয় লোকমান্য-তিলক এক্সপ্রেস। আটটি বগি লাইনচ্যুত হয় বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এদিন দুপুরে লোকমান্য-তিলক এক্সপ্রেস আগরতলা ছেড়ে এগোচ্ছিল। লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে আসতেই লাইনচ্যুত হয়ে হয় সেই ট্রেন। ইঞ্জিন, পাওয়ার কার সহ মোট ৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর (০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬)।
আরও পড়ুন: অসমে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের
কয়েকদিন আগে দ্বারভাঙা এক্সপ্রেস ও একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। তামিলনাড়ুর গুম্মুদিপুন্ডির কাছে কাভারাপেট্টাইতে ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর, শুক্রবার। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙ্গা এক্সপ্রেস।
দেখুন আরও অন্যান্য খবর: