কলকাতা: ফের বিতর্কিত মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়ত (Kangana Ranaut)। বিজেপি সাংসদের (BJP MP) মতে, কেন্দ্রীয় সরকারের উচিত তিন কৃষি আইন (Farm Laws) ফেরত আনা। দীর্ঘদিন ধরে কৃষকদের তীব্র আন্দোলনের পর ওই তিন আইন প্রত্যাহার করেছিল নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi)। তা ফেরত আনার কথা বলে ফের বিতর্ক খাড়া করলেন কঙ্গনা। তাঁর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস (Congress) এবং আপ (AAP)।
হিমাচল প্রদেশে নিজের লোকসভা কেন্দ্র মান্ডিতে কঙ্গনা বলেন, “আমি জানি এই মন্তব্য বিতর্কিত হতে পারে তবে তিন কৃষি আইন ফেরত আনা উচিত। কৃষকদেরই উচিত তা দাবি করা।” গেরুয়া সাংসদের মতে, কৃষি আইন কৃষকদের জন্য উপকারী ছিল। কয়েকটি রাজ্যে আন্দোলনের জেরে কেন্দ্র প্রত্যাহার করতে বাধ্য হয়। কঙ্গনার কথায়, “দেশের উন্নতির পথে শক্তিশালী স্তম্ভ আমাদের কৃষকরা। আমি তাদের প্রতি আর্জি জানাচ্ছি, নিজেদের ভালোর জন্যই আইন ফেরত আনার দাবি জানাক তারা।”
আরও পড়ুন: সাজানো এনকাউন্টার! ধর্ষণে অভিযুক্তের হেফাজতে মৃত্যু নিয়ে মহারাষ্ট্রে তুলকালাম
বিজেপি সাংসদের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “কৃষক-বিরোধী তিন কালো আইনের প্রতিবাদ করতে গিয়ে ৭৫০-র বেশি কৃষক শহীদ হয়েছিলেন। সেই আইন ফেরত আনার প্রচেষ্টা চলছে, আমরা তা কিছুতেই হতে দেব না।” কংগ্রেস নেত্রী আরও বলেন, সবার আগে জবাব দেবে হরিয়ানা।
আম আদমি পার্টির সাংসদ মলবিন্দর সিং কাং বলেন, “প্রধানমন্ত্রী মোদির জন্য আমার খারাপ লাগছে। তিনি বলেছিলেন, তিনি কৃষকদের আশঙ্কার কারণ বুঝতে পারছেন না এবং আইন ফেরত প্রত্যাহার করছেন… মনে হচ্ছে হয় কঙ্গনা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন কিংবা প্রধানমন্ত্রী অসহায় হয়ে পড়েছেন। এটা বিজেপিই বলতে পারবে।”
দেখুন অন্য খবর: