skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeদেশMukul Sangma TMC: তৃণমূলের হাত ধরে পিছিয়ে পড়া মেঘালয়ের উন্নয়ন চান সাংমা

Mukul Sangma TMC: তৃণমূলের হাত ধরে পিছিয়ে পড়া মেঘালয়ের উন্নয়ন চান সাংমা

Follow Us :

শিলং: তৃণমূলে যোগ দিয়েই পুরনো দল কংগ্রেসকে নিশানা করলেন মুকুল সাংমা (Mukul Sangma) । বিরোধী দল হিসেবে কংগ্রেস কোনও ভূমিকা পালন করতে পারেনি বলেও অভিযোগ করলেন তিনি । তাঁর কথায়, বিজেপিকে রুখতে এবং মানুষের জন্য কাজ করতেই বিজেপিতে যোগ দিয়েছি ।  গতকালই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন মুকুল সাংমা-ছাড়া (Mukul Sangma TMC) আরও ১১ জন। তার পরই মেঘালয়ের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস ।

কিন্তু, কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন তাঁরা । সে কথাই ব্যক্তি করলেন মুকুল । তাঁর দাবি, এই মুহূর্তে দেশে বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যে ভাবে বাংলায় বিজেপিকে হারিয়ে ক্ষমতা ধরে রেখেছেন, তা নিঃসন্দহে নজিরবিহীন ।

প্রাক্তন কংগ্রেস নেতার অভিযোগ, বিজেপি ক্ষমতায় থাকলেও রাজ্যের উন্নয়নের জন্য তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি । দেশের অনেক রাজ্যের থেকেই পিছিয়ে রয়েছে মেঘালয় । ভোটের আগে উন্নয়নের অনেক কথা বলা হলেও, বাস্তবে তার ফল দেখা যায়নি বলেই অভিযোগ মুকুল সাংমার । আরও দাবি, তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজ্যের উন্নয়ন ঘটানোই তাঁদের একমাত্র লক্ষ্য ।

আরও পড়ুন: অনুগামীদের নিয়ে মমতার দলে মুকুল সাংমা, উত্তর-পূর্বের ওই রাজ্যে তৃণমূলই এখন বিরোধী দল

লুইজিনহো ফেলেইরোর পর মুকুল সাংমা দ্বিতীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন ৷ অনেকদিন ধরেই নানা ইস্যুতে ‘গ্র্যান্ড ওল্ড পার্টির’ সঙ্গে সাংমার মতবিরোধ চলছিল ৷ সূত্রের খবর, দলের শীর্ষনেতৃত্বের কাজকর্মে তিনি খুশি ছিলেন না ৷ তাঁকে দলে কোণঠাসা করার চেষ্টাও করা হচ্ছিল ৷ বিরক্ত মুকুল সাংমা দলবদলের চিন্তা করছিলেন ৷ তাই গত মাসে তিনি কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে গিয়েছিলেন ৷

সাংমা এতদিন মেঘালয়ের বিরোধী দলনেতা ৷ তৃণমূলে যোগদানের পর সেই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে ৷ এর আগে ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন সাংমা ৷ ২০১৮-র বিধানসভা ভোটে জিততে না পারলেও একক বৃহত্তম দল হয় কংগ্রেস ৷ ১৭ জন বিধায়ক পায় সোনিয়া গান্ধীর দল ৷ তাদের মধ্যে আজ ১২ জনই চলে গেল তৃণমূলে ৷ ফলে বিরোধী দলের তকমা হারাল কংগ্রেস ৷

আরও পড়ুন: গোয়ার পর মেঘালয়, হাত ছেড়ে ঘাসফুলে মুকুল? জল্পনা তীব্র

RELATED ARTICLES

Most Popular