নয়াদিল্লি: সারাক্ষণ মোবাইল (Mobile) নিয়ে ব্যস্ত থাকত ১৫ বছরের নাবালিকা। মা–বাবা মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে চরম পদক্ষেপ নিল সে। অভিমানে সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হল নাবালিকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) মালাড এলাকায়।
পুলিশ (Police) জানিয়েছে, গত শুক্রবার মা-বাবার উপর রাগ করে বহুতলের সাত তলা থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী। পুলিশের প্রাথমিক অনুমান, কিশোরী সারাক্ষণ মোবাইল ফোনে (Mobile Phone) মেতে থাকত। এই নিয়ে ঝামেলার সূত্রপাত। সারাদিন ফোন ঘাঁটায় বকাবকি করতেন। ফোন ছেড়ে পড়াশোনায় মন দিতে বলেছিলেন মা–বাবা। যদিও কিশোরী ঘুরেফিরে নিজের মতো চলত। এদিনও একই ঘটনা ঘটে। কিন্তু বচসার পর মেয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নেন মা-বাবা। এরপর অভিমানেই আত্মঘাতী হয় নাবালিকা।
আরও পড়ুন:Coronavirus | কিছুটা স্বস্তি, দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ
দেহ উদ্ধারের পর কিশোরীর মা–বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শুধুই মোবাইল আসক্তি এবং বকাঝকার কারণেই আত্মহত্যা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।