skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশPM Modi: ক্ষমতায় থাকা নয়, আমার লক্ষ্য মানুষের সেবা করা, বললেন মোদি

PM Modi: ক্ষমতায় থাকা নয়, আমার লক্ষ্য মানুষের সেবা করা, বললেন মোদি

Follow Us :

নয়াদিল্লি: বিজেপির আমলে দেশে বিপুল উন্নয়ন হচ্ছে। কোভিড অতিমারি সত্ত্বেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। গেরুয়া শিবিরের শীর্ষ নেতা থেকে শুরু করে ছোট বড় নেতাদের মুখে প্রায়শই এ কথা শোনা যায়। রবিবার মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুখে সেই কথার প্রতিফলন শোনা গেল। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে উপকৃত এক উপভোক্তার সঙ্গে কথা বলার সময় মোদি (Narendra Modi) বলেন, ‘আমি ক্ষমতা চাই না, দেশের মানুষকে সেবা করাই আমার মূল লক্ষ্য।’

প্রধানমন্ত্রীর কথায়, ‘সরকার যে সমস্ত প্রকল্প নিয়েছে, সেগুলির মাধ্যমে আমরা মানুষের জীবনে পরিবর্তন এনেছি। এই বিষয়টি আমাকে সন্তুষ্টি দেয়। জীবনে আমি এটাই চেয়েছি। আমার কাছে এই পদ (প্রধানমন্ত্রী) ক্ষমতার জন্য নয়। এটা সেবার জন্য আছে। এর আগে গত ২৪ অক্টোবর ‘মন কি বাত’এ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের কথা তুলে ধরেছিলেন। সে দিন মহাত্মা গান্ধীর কথাও বলেছিলেন নমো।’

‘মন কি বাত’-এ স্টার্ট আপ কালচারের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুব সম্প্রদায় চাকরি খোঁজার বদলে চাকরি সৃষ্টি করছে। ২০১৫ সালে দেশে ১০-১৫টি স্টার্ট আপ ছিল। এখন গোটা দেশে ৭০টির বেশি স্টার্ট আপ রয়েছে দেশে। যা ১ বিলিয়নের ভ্যালুয়েশন অতিক্রম করে গিয়েছে। স্টার্ট আপ তৈরি করে বহু ভারতীয় বিশ্বের নানা সমস্যার সমাধান করে দিচ্ছেন।’ 

আরও পড়ুন: ফের ‘ভুয়ো’ ছবি, এ বার ভাইরাল আমেরিকার সংবাদপত্রে মোদির ছবি সহ ‘প্রশস্তি’

‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর কথাও মোদির মুখে শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশের জালাউনে নুন নামে একটি নদী রয়েছে। কিন্তু তা ধীরে ধীরে শুকিয়ে যাওয়ায় সমস্যায় পড়েন কৃষকরা। এর পর ওখানকার বাসিন্দারাই উদ্যোগী হয়ে একটি কমিটি গঠন করেন। সেই কমিটি নদীকে পুরনো অবস্থায় ফিরিয়ে এনেছে। এটাই হল আসল সব কা সাথ, সব কা বিকাশ।’

RELATED ARTICLES

Most Popular