skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeরাজ্যপ্রচার মিটলে কন্যাকুমারীকায় ধ্যানে বসবেন মোদি
PM Narendra Modi

প্রচার মিটলে কন্যাকুমারীকায় ধ্যানে বসবেন মোদি

স্বামী বিবেকানন্দ যে জায়গায় ধ্যানে বসেছিলেন, সেখানেই দু'দিন ধ্যান করবেন প্রধানমন্ত্রী

Follow Us :

কলকাতা: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) আর একটিই দফা বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ব্যস্ততা তাতে বিন্দুমাত্র কমেনি, তিনি গোটা দেশে চরকি-পাক খাচ্ছেন। বাংলায় আসছেন ডেলি-প্যাসেঞ্জার হিসেবে। আজ সকালে বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে জনসভার পর বিকেলে উত্তর কলকাতায় (North Kolkata) রোড শো করলেন। ১ জুন শেষ দফার ভোটগ্রহণ, তার একদিন আগে বন্ধ প্রচার। প্রচারপর্ব মিটলে ধ্যানে বসতে চান মোদি। দেশের দক্ষিণপ্রান্ত কন্যাকুমারীকায় (Kanyakumarika) দু’দিন ধ্যানে বসবেন তিনি।

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’র বৈঠকে নিজে যেতে পারবেন না, জানালেন মমতা

৩০ জুনই প্রচারকার্যের শেষ দিন। সেদিন সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত কন্যাকুমারীকার ধ্যান মণ্ডপে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দ (Swamy Vivekananda) যে জায়গায় ধ্যানে বসেছিলেন, সেই স্বামী বিবেকানন্দ রকে মেমোরিয়ালেই বসবেন তিনি।

হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, এইখানেই ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন কন্যাকুমারী বা পার্বতী। পাথরের উপর একটি ছাপকে পার্বতীর পায়ের ছাপ বলে বিশ্বাস করা হয়, ফলে এই জায়গার আধ্যাত্মিক মাহাত্ম্য প্রবল। জায়গাটিতে পরবর্তীতে যান স্বামী বিবেকানন্দ, সেখানে বসে ধ্যান করেন। তাঁর সম্মানে জায়গাটির নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। স্বামীজির পর এবার ধ্যানে বসবেন মোদি। অতীতে হিমালয়ের গুহায় ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী, এবার হিমালয় থেকে সোজা ভারত মহাসাগরের তীরে নেমে এলেন।

দেখুন অন্য খবর:

 

 

 

RELATED ARTICLES

Most Popular