হাথরস: কথায় আছে শিক্ষক (Teacher) সমাজ গড়ার কারিগর। তিনিই একজন শিক্ষার্থীকে (students) সমাজের উপযোগী উপযুক্ত ব্যক্তিতে পরিণত করে তোলেন। শিক্ষকের সম্মান করা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য। কিন্তু শিক্ষক নিজেই যখন বিদ্যার মন্দিরকে কলুষিত করেন, তখন তার বিচার কে করবে? এরকমই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে। ডিআরবি কলেজের প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক ক্লাস করাতে এসেছেন মত্ত অবস্থায় (drunk)। শুধু তাই নয়, শিশুদের পড়ানোর সময় তাঁর চেয়ার এবং চেয়ারের আশেপাশে রাখা রয়েছে মদের বোতল। একেবারেই বেপরোয়া মেজাজে মত্ত শিক্ষক ওভাবেই ক্লাস করাচ্ছেন বাচ্চাদের। ক্যামেরার সামনে ধরা পড়ার পরও অভিযুক্ত শিক্ষকের কোনও হুঁশ নেই।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি দেদার ভাইরাল (viral) হয়েছে। অনেকেই মত্ত শিক্ষকের এই কাণ্ড দেখে হতবাক এবং ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, মত্ত অবস্থায় পড়ুয়াদের সামনে উপস্থিত হয়ে বিদ্যার মন্দিরকে অপবিত্র করেছেন অভিযুক্ত শিক্ষক। ভিডিয়োটি চোখে পড়ার পর অনেক অভিভাবক অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। কারণ, উচ্চবিদ্যালয়ে যাওয়ার আগে প্রাথমিক বিদ্যালয়েই প্রথম শিক্ষা অর্জন করে ছোট ছোট বাচ্চারা (kids)। সেই প্রাথমিক বিদ্যালয়েই যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে বাচ্চারা কি শিখবে? বিদ্যার মন্দির কলুষিত হওয়ার পাশাপাশি এটা গোটা শিক্ষক সমাজের জন্যও একটা চোখ খোলার মতো বার্তা বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: Madhya Pradesh Highcourt: সহকর্মীর আত্মহত্যার প্রতিবাদে আজ মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতি
যোগীরাজ্যের এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক মহলও সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেখানে উত্তরপ্রদেশের উন্নয়ন নিয়ে হামেশাই বিজেপি সরকারের গুনগান করেন, সেই তাঁরই রাজ্যের এক প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তা দেশবাসীর সামনে এসেছে। এখন দেখার যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় এবং রাজ্যসরকার এবিষয়ে কতটা সচেষ্ট হয় ব্যবস্থা নিতে।