কলকাতা: বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও (Dinesh Gundu Rao)। তিনি বললেন, বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar) আমিশাষী ছিলেন, শুধু তাই নয়, গোমাংসও খেতেন। এমনকী গোহত্যার বিরোধীও ছিলেন না তিনি।
বুধবার মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মবার্ষিকীতে বেঙ্গালুরুতে (Bengaluru) এক অনুষ্ঠানে কর্নাটকের মন্ত্রী বলেন, “সাভারকর ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি গোমাংস খেতেন এবং আমিশাষী ছিলেন। তিনি গোহত্যার বিরোধিতা করেননি, বরং এ ব্যাপারে ছিলেন বেশ আধুনিকতাবাদী।”
আরও পড়ুন: মেয়ের বিয়ে দিয়েছেন, অন্যদের সন্ন্যাসে উৎসাহ কেন, সদগুরুকে প্রশ্ন হাইকোর্টের
এ নিয়ে জাতির জনক গান্ধীজির সঙ্গে সাভারকরের তুলনাও টেনেছেন রাও। তিনি বলেন, “গান্ধী ছিলেন কঠোরভাবে নিরামিশাষী এবং হিন্দু সংস্কৃতির রক্ষণশীলতার প্রতি গভীর বিশ্বাস ছিল তাঁর। ভাবধারায় তিনি ছিলেন গণতান্ত্রিক।” কংগ্রেস মন্ত্রীর মতে, গান্ধীর কাজকর্মের মধ্যেই ছিল সহিষ্ণুতা এবং সবাইকে নিয়ে চলতেন তিনি। এই বিষয়টাই তাঁর সঙ্গে সাভারকরের পার্থক্য করে দিয়েছিল। কারণ সাভারকরের চিন্তাভাবনা ছিল মৌলবাদী।
এমনকী মহম্মদ আলি জিন্না অন্য এক চরমপন্থী দলের নেতা হলেও নিজে কট্টর ইসলামপন্থী ছিলেন না বলে মন্তব্য করেন রাও। স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতার ভাষণের পর কড়া আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। কর্নাটকের বিজেপি নেতা আর অশোক বলেন, কংগ্রেসের ভগবান হল টিপু সুলতান। কংগ্রেসের লোকজন কেন বারবার হিন্দুদের নিশানা করে? মুসলিমদের কেন করে না?
দেখুন অন্য খবর: