কলকাতা: মুহাম্মদ ইউনুস (Md Yunus) নয়, বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তী সরকার (Interim Government) চালাচ্ছে এক যুবক। এমনই দাবি করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সরকারের সব নিয়ন্ত্রণ কি ৮৪ বছরের ইউনুসের হাতে আছে? না কি তাঁকে শিখণ্ডি করে পিছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ছে অন্য কেউ? ইউনুস সরকারের কথায়, কাজে মিল থাকছে না। তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। বাস্তবে সংখ্যালঘুদের উপর হুমকি, হামলা চলছেই। দুর্গাপুজোকে কেন্দ্র করেই মৌলবাদীদের কড়া হুঁশিয়ারি এসেছে। তাই ইউনুসের হাতে যে নিয়ন্ত্রণ নেই, তা স্পষ্ট। তাহলে বাংলাদেশ সরকার চালাচ্ছে কে? হাসিনার পতনের পর তিনি আঙুল তুলেছিলেন আমেরিকার দিকে। কারও মতে, বাংলাদেশে বিপ্লবের পিছনে চিনের হাত থাকতে পারে। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের অবশ্য দাবি, বাংলাদেশ সরকার চালাচ্ছে এক ২৮ বছর বয়সি যুবক।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে তসলিমার দাবি, আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা ২৮ বছর বয়সি ছেলে। তাঁর নাম মাহফুজ আলম। মুহাম্মদ ইউনুসের বিশেষ সহযোগী সে। ৮৪ বছর বয়সের ইউনুস জরাগ্রস্ত। খুব স্বাভাবিক যে, তাঁর বিশেষ সহযোগীই ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছে। মাহফুজ আলম ২০১৫-১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তসলিমার দাবি, মাহফুজ আলম বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নয়।
আরও পড়ুন: গোমাংস খেতেন সাভারকর! মন্তব্য কর্নাটকের মন্ত্রীর
আরও খবর দেখুন