নয়াদিল্লি: আদালতে ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। (ED) আম আদমি পার্টির (AAP) বিধায়ক আমানুল্লাহ খানকে (Amanullah Khan) ওয়াকফ বোর্ড (Waqf Board) সংক্রান্ত পিএমএলএ মামলা থেকে মুক্তির নির্দেশ দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। ফলে এই মামলায় ব্যাপক ধাক্কা লাগল ইডির।
দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ চলাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন আমানুল্লাহ। কারণ তিনি তখন ওই বোর্ডের চেয়ারম্যান। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ কার্যকর করার ক্ষেত্রে সরকারি অনুমোদন না থাকায় বিপাকে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রে ইডি অতিরিক্ত চার্জশিট দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করলেও তার ভিত্তিতে অপরাধ নথিবদ্ধ করতে অস্বীকার করে বিশেষ আদালত। তবে রাউস এভিনিউ কোর্ট জানিয়েছে, আপ বিধায়কের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় মুক্তি দিতে হয়েছে।
আরও পড়ুন: ঝাঁসি মেডিক্যাল কলেজে মর্মান্তিক অগ্নিকাণ্ড, মৃত ১০ নবজাতক
অথচ আপ বিধায়ক আমানতুল্লাহ খানের আগাম জামিনের আবেদন খারিজ হয় সুপ্রিম কোর্টে। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতে সুপ্রিম কোর্টে যান আমানুল্লাহ।
উল্লেখ্য, দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সরকারি গাইডলাইন ও অন্যান্য বিধি নিয়ম অস্বীকার করে খান বহু লোককে চাকরি দেন বলে অভিযোগ। সেইসব চাকরির বিনিময়ে বেআইনিভাবে বিপুল অর্থ রোজগার করে সহযোগীদের নামে সম্পত্তি ক্রয় করা হয়েছে বলে অভিযোগ ইডি’র।
দেখুন অন্য খবর: