skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig newsশরদ পওয়ার ওবিসি! সার্টিফিকেট নিয়ে তুমুল চাঞ্চল্য

শরদ পওয়ার ওবিসি! সার্টিফিকেট নিয়ে তুমুল চাঞ্চল্য

এনসিপি অবশ্য সাফ জানিয়েছে, ওই সার্টিফিকেট ভুয়ো, তিনি ‘মারাঠা’

Follow Us :

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক স্কুল সার্টিফিকেট যা দাবি করছে, শরদ পওয়ার (Sharad Pawar) ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত। এই নিয়েই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পওয়ারের দল এনসিপি (NCP) অবশ্য সাফ জানিয়েছে, ওই সার্টিফিকেট ভুয়ো, তিনি ‘মারাঠা’। সাম্প্রতিককালে মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণের দাবি উঠেছে, ফলে বিতর্ক জোরদার হয়েছে।

শরদের কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule) ‘ওবিসি’ দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, “এটা কারও দুষ্টুমি। শরদ পওয়ার যখন দশম শ্রেণিতে পড়তেন তখন ইংলিশ মিডিয়াম স্কুল কোথায় ছিল? এটা সবার ভাবা দরকার।” পওয়ার-সমর্থক বিকাশ পাসালকরও (Vikash Pasalkar) তাঁর নেতার ওবিসি হওয়ার দাবি নস্যাৎ করেছেন। তিনি পওয়ারের স্কুল ছাড়ার সার্টিফিকেট দেখিয়েছেন, তাতে পওয়ারকে ‘মারাঠা’ সম্প্রদায়ভুক্ত হিসেবে লেখা।

আরও পড়ুন: কূটনীতিতেও ‘রান’ করছে বিরাট কোহলির ব্যাট!  

পাসালকর বলেন, “শরদ পওয়ারের মতো বড় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে এইসব ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে। এনসিপি এসব বরদাস্ত করবে না।” পাসালকর যে সার্টিফিকেট দেখিয়েছেন তা পুনের (Pune) বারামতী জেলার একটি স্কুলের। তা থেকে জানা যাচ্ছে, ১৯৫৮ সালের মার্চ মাসে এসএসসি পরীক্ষায় পাশ করেছিলেন এনসিপি সুপ্রিমো।

সম্প্রতি মারাঠা সংরক্ষণ (Maratha Reservation) নিয়ে উত্তাল হয়েছিল মহারাষ্ট্র। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল হিংসা। মারাঠা কমিউনিটির সদস্যেরা রাজ্য জুড়ে প্রতিবাদ প্রদর্শন করেছিলেন। শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মারাঠাদের জন্য সংরক্ষণ চেয়ে চলেছিল ওই প্রতিবাদ। ২ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য করা অনশনে ইতি টানেন। তিনি মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছেন যাতে মারাঠাদের জন্য সংরক্ষণ চালু হওয়ার আগে কোনও চাকরি না দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular