skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশপুলিশকে বোকা বানিয়ে লখিমপুরের পথে শিবপাল, মাঝরাস্তায় গ্রেফতার

পুলিশকে বোকা বানিয়ে লখিমপুরের পথে শিবপাল, মাঝরাস্তায় গ্রেফতার

Follow Us :

লখনউ: পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরোতে পারলেও শেষরক্ষা হল না। লখিমপুর যাওয়ার পথে পুলিশ আটক করল প্রগতিশীল সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি শিবপাল সিং যাদবকে। পরে তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

শিবপালকে তাঁর লখনউয়ের বাসভবনে গৃহবন্দি করা হয়েছিল। পুলিশকে ফাঁকি দিয়ে সোমবার সকালে বাড়ির পিছন দিক দিয়ে বেরিয়ে লখিমপুর খেরির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে শিবপালকে গ্রেফতার করা হয়। তাঁকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। শিবপাল দলের জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন, জেলা সদরগুলিতে অবস্থান কর্মসূচি নেওয়া ছাড়াও জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে।

আরও পড়ুন: লখিমপুরে ১৪৪ ধারা, লখনউ বিমানবন্দরে কংগ্রেসী মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর উড়ান নামতে বাধা

সোমবার সকালে লখিমপুর খেরি পৌঁছনোয় বাধা দেওয়া হয় সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে। লখনউয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমোকে গৃহবন্দি করে যোগী আদিত্যনাথের পুলিশ। তাঁর বাসভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেন মুলায়ম-পুত্র। এর আগে লখিমপুর যাওয়ার পথে আটকে দেওয়া হয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে দুই কৃষকের মৃত্যু হয়।

আরও পড়ুন: লখিমপুর খেরি যেতে বাধা যোগীর পুলিশের, বাড়ির সামনে ধর্নায় অখিলেশ যাদব

এর পরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা৷ একাধিক গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এবং গাড়ি চাপা পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে চার জন কৃষক৷ এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়৷ কৃষকদের সমর্থনে তাদের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে।

RELATED ARTICLES

Most Popular