নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে আরও একটু স্বস্তি পেলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে দু’দিন হাজিরা দেওয়ার জামিনের শর্ত থেকে তাঁকে রেহাই দিল শীর্ষ আদালত।
দিল্লি আবগারি দুর্নীতি কেলেঙ্কারিতে (Delhi Liquor Scam) অভিযুক্ত মণীশ সিসোদিয়াকে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ইডি (ED) এবং সিবিআই-এর (CBI) তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে জামিন দিয়েছিল আদালত। এবার ‘ওই শর্ত নিষ্প্রয়োজন’ বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন।
কারও পড়ুন: বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়, ঘোষণা কেজরির
শুনানির আগে দীর্ঘকাল কারাবন্দি থাকা এবং মূল মামলার শুনানির দেরির কারণে গত ৯ অগাস্ট সিসোদিয়াকে সিবিআই এবং ইডি মামলায় জামিন দেওয়া হয়। ১০ লক্ষ টাকার বন্ড এবং পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন মঞ্জুর করা হয়েছিল।
সিসোদিয়াকে জামিন দেওয়ার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি তীব্র উষ্মা প্রকাশ করেছিল সর্বোচ্চ ন্যায়ালয়। আবগারি দুর্নীতিতে গ্রেফতার আপ নেতা ১৭ মাস ধরে কারাবন্দি ছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায় মূল মামলার শুনানিই শুরু করা যায়নি। ‘জামিনই নিয়ম, কারাবাস ব্যতিক্রম’ নীতির উল্লেখ করে সিসোদিয়াকে জামিন দেয় আদালত। এমনকী আর এক আপ নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের ক্ষেত্রেও একই মন্তব্য করে সুপ্রিম কোর্ট।
দেখুন অন্য খবর: