Thursday, July 3, 2025
HomeScrollঅনশন প্রত্যাহার করেছেন সোনমরা, আদালতকে জানাল দিল্লি পুলিশ
Delhi High Court

অনশন প্রত্যাহার করেছেন সোনমরা, আদালতকে জানাল দিল্লি পুলিশ

সম্পর্কিত মামলা গুরুত্বহীন বলে আদালতকে জানান সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা

Follow Us :

নয়াদিল্লি: আলোচনার পর পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) অনশন প্রত্যাহার করেছেন, এই সংবাদ হাইকোর্টকে (Delhi High Court) জানাল দিল্লি পুলিশ (Delhi Police)। ওয়াংচুক এবং তাঁর সঙ্গীরা লাদাখের কিছু বিষয় নিয়ে শুরু করা অনশন প্রত্যাহার করেছেন। ফলে সম্পর্কিত মামলা গুরুত্বহীন বলে আদালতকে জানান সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা (Tushar Mehta)।

লাদাখের জন্য সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির দাবি নিয়ে যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি পেতে মামলা করা হয়েছিল।

আরও পড়ুন: বাহরাইচ হাঙ্গামায় অভিযুক্তের বাড়ি আগামিকাল পর্যন্ত ভাঙবে না যোগী সরকার

উল্লেখ্য, ওয়াংচুক ও তাঁর প্রায় ২০০ জন সঙ্গী লে থেকে নয়াদিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেন। কিন্তু যন্তর মন্তরে তাঁদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে আপত্তি জানিয়ে দিল্লি পুলিশ ৫ অক্টোবর চিঠি দিলে তাঁরা আদালতের দ্বারস্থ হন।

অন্যদিকে ওয়াংচুক ও অন্যান্যদের সিঙ্ঘু সীমান্তে ৩০ সেপ্টেম্বর আটক করা হলে তিনটি মামলা হয়। কিন্তু পরিস্থিতির ফেরে দিল্লি পুলিশ তাঁদের মুক্তি দিলে সেই মামলাগুলিরও সম্প্রতি নিষ্পত্তি হয়েছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39